ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

নাবিক হত্যার দুই বছর পর মামলা হলেও অগ্রগতি নেই, ক্ষুব্ধ পরিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা জাহাজের নাবিক আব্দুর রহমান হত্যার দুই বছর পর মামলা হলেও তদন্তকারী সংস্থার অসহযোগিতার কারণে কোন অগ্রগতি হচ্ছেনা বলে অভিযোগ করেছেন তার পরিবার।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় মামলার ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তদন্তকারী সংস্থা সিটিটিসি’র কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতা ও অসদাচরনের অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মৃত আব্দুর রহমানের বড় ভাই হালিমুর রশিদ। লিখিত বক্তব্যে বলা হয়, ২০২২ সালের ১ জুন চীনের জলসীমায় হক অ্যান্ড সন্সের একটি জাহাজে মারা যায় আব্দুর রহমান। প্রায় ৪০ দিন পর একই বছরের ১০ জুলাই আব্দুর রহমানের মরদেহ দেশে আসে। পরে ময়না তদন্তে হত্যার আলামত পাওয়া যায়।

হাইকোর্টের নির্দেশে ২০২৪ সলের ২৬ জুন ঢাকার বিমান বন্দর থানায় মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলাটি তদন্তের নির্দেশ দেয়া হয় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসিকে। কিন্তু সিটিটিসি কর্মকর্তাদের অসহযোগিতার কারণে মামলা রুজুর আট মাসেও কোন অগ্রগতি হচ্ছে না। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান হক অ্যান্ড সন্সের কর্মকর্তারা আব্দুর রহমানের পরিবারক বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। পাশাপাশি বিষয়টি মীমাংসা করে নেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আব্দুর রহমানে মা আম্বিয়া খাতুন বলেন, আমার সন্তান হত্যার বিচার চাই। যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। পাশাপাশি আমার ছেলেদের হয়রানী করা হচ্ছে এবং হুমকি দেয়া হচ্ছে তার অবসান চাই। আব্দুর রহমানের স্ত্রী মাহমুদা নূরে নাহরীন বলেন, স্বামীর সঙ্গে নিয়মিত কথা হচ্ছিল আমার। তিনি বারবার বলছিলেন, জাহাজের ত্রুটির কথা বলায় কয়েকজন তার উপর ক্ষুব্ধ ছিল। ওই ক্ষুব্ধ ব্যক্তিরাই আমার স্বামীকে হত্যা করেছে। তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হোক।

অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিটিটিসি’র উপ-পরিদর্শক শাহাদাত হোসেন দাবি করেন, এজাহার নামীয় ৫ আসামীর মধ্যে তিন জন জামিন নিয়েছেন। বাকী দুজন দেশের বাইরে আছে। তবে মামলার তদন্তকাজ চলছে। ঘটনাস্থল দেশের বাইরে জলসীমায় হওয়ায় কিছুটা বিলম্বিত হচ্ছে এবং এখন পর্যন্ত মামলা কোন পর্যায়ে পৌছতে পারে নি বলেও স্বীকার করেছেন তিনি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি ঘোরবিরোধী

হামাস নিরস্ত্র হোক, চান না ৭০ শতাংশ ফিলিস্তিনি বেশির ভাগ ফিলিস্তিনি...

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস দক্ষিণ আফ্রিকার

আক্ষেপ ঘুচল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফা...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা