বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যেদিন সরকার গঠন করবে, সেদিনই মাথার চুল কাটবেন সাবু মন্ডল।
রাজবাড়ীর ৪০ বছর বয়সী সাবু এমন প্রতিজ্ঞাই করেছেন। ১৬ বছর ধরে চুল কাটেন না কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের দয়রামপুর চরপাড়া গ্রামের মো. তালেব আলী মন্ডলের ছোট ছেলে সাবু।
তিনি বলেন, আমি মরে গেলেও মাথার চুল কাটব না। আওয়ামী লীগের ওপর জেদ করে প্রায় ১৬ বছর আগে চুল না কাটার প্রতিজ্ঞা করেছি। সাবু মন্ডল পেশায় একজন কাঠমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের পর বিএনপি সমর্থক সাবু মন্ডলের ওপর নানারকম অত্যাচার নির্যাতন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় সাবু মন্ডল প্রতিজ্ঞা করেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত মাথার চুল কাটবেন না। তার বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে নানা রকম বোঝালেও সাবু মন্ডল তার সিদ্ধান্তে অটল আছেন।
সাবু মন্ডল বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে বিএনপি নির্বাচনে হেরে গেলে আমার ওপর নানারকম নির্যাতন-অত্যাচার করতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমার বাবার সম্পত্তি বিক্রি করে কেনা একটি মাইক্রোবাস কিনেছিলাম, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার সেই মাইক্রোবাস নিয়ে নেন। প্রতিনিয়ত আমাকে নির্যাতন করতে থাকেন। তখন আমি প্রতিজ্ঞা করি বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত মাথার চুল কাটব না। আজ ১৬ বছর হয়ে গেছে এখনো মাথার চুল কাটিনি।
তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সামনে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন।
সাবু মন্ডলের স্ত্রী বলেন, আমার স্বামী বিএনপিকে ভালোবাসে। আমিসহ আমার বাবার বাড়ির লোকজন, পাড়া-প্রতিবেশী এমনকি দলের নেতাকর্মীরাও অনেকবার তাকে চুল কাটার জন্য অনুরোধ করেছি। আমি চুল কাটার কথা বললে আমার সঙ্গে সে রাগারাগি করে, তারপরও চুল কাটে না।
সাবু মন্ডলের বড় ভাই হোসেন আলী মন্ডল বলেন, আমরা নয় ভাই। আমার পরিবারের সবাই বিএনপি সমর্থক। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি হেরে গেলে আমাদের ওপর নানা রকম নির্যাতন করতে থাকেন আওয়ামী লীগের মানুষজন। গত ৫ আগস্টের আগেও মারধরের শিকার হয়েছি। আমার ভাই সাবু ২০০৮ সালেই প্রতিজ্ঞা করেছিল বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত সে মাথার চুল কাটবে না।
তিনি আরো বলেন, আমরা তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে কারো কথা শোনেনি। আমরা আশা করি সামনে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আমার ভাই মাথার চুল কাটবে।
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            