নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্তে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে।
বুধবার রাতে আহত আরো কয়েকজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা সেখানে আরো ৩জনকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ সাগর দেব তপু এ বিষয়ে জানান, সাজেকে সড়ক দুর্ঘটনায় আহতদের সদর হাসপাতালে আনা হলে সেখানে ৪জনকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন আরো ৬জনের মধ্যে ১জনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
বুধবার বিকেলের দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৬জন শ্রমিক এবং হাসপাতালে আনার পথে আরো ৩জন শ্রমিকসহ মোট ৯জন নিহত এবং আরো ৬জন শ্রমিক আহত হয়। নিহত শ্রমিকরা সকলেই সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            