কুষ্টিয়া ও মেহেরপুরের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২১ জন আহত ও ৪৯ জন নিহতের পরিবারকে মোট ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা পেয়ে নজরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় তার ছেলে নিহত হয়। পরে তিনি বিআরটিএর অনলাইন মাধ্যমে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আজ তাকে ৫ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সরকার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে পাশে রয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত বা আহতদের পরিবারকে অনলাইনে আবেদন করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও আর্থিক সুরক্ষা পাবে। এ সময় তিনি গাড়িচালকদের উদ্দেশ্যে অতিরিক্ত সময় ধরে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধে সবাইকে সচেতন হওয়ার কথা বলেন।
অনুষ্ঠান শেষে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের পরিবারকে ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
আমারবাঙলা/এসএ