সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: তীব্র শিক্ষক সংকটের কারণে লক্ষ্মীপুরের মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান কমে যাচ্ছে দিন দিন। সরকারি ও আধা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মূল সমস্যা শিক্ষক সংকট। এতে মানসম্মত শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। বিষয়ভিত্তিক শিক্ষক সংকট থাকায় এক বিষয়ের শিক্ষক নিচ্ছেন অন্য বিষয়ের ক্লাস। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। হুমকির মুখে পড়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলাতে মোট সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ৬ টি ও আধা সরকারি ১৬৮টি। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই শিক্ষক সংকট রয়েছে।
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, শিক্ষক শূন্যতার কারণে আমাদের বিদ্যালয়ে ক্লাস নিয়মিতভাবে হচ্ছেনা। বিশেষ করে গণিত, ইংরেজি, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষক সংকট সবচেয়ে বেশি।যার ফলে এক বিষয়ের শিক্ষক অন্য বিষয় নিতে বাধ্য হচ্ছেন এতে করে আমরা পড়াগুলো বুঝতে পারি না।আমরা চাই অতি দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে আমাদের সমস্যাটি সমাধান করা হোক।
শিক্ষকরা বলেন,পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের সঠিকভাবে পড়ানো কঠিন হয়ে পড়েছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় তাদের লেখাপড়ার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আমাদেরও অতিরিক্ত ক্লাস নিতে সমস্যায় পড়তে হচ্ছে। তাই দ্রুত নতুন শিক্ষক নিয়োগ দিয়ে এই সংকট সমাধান করা জরুরি।
চৌমুহনী এস.এ কলেজের সাবেক অধ্যক্ষ জেড.এম ফারুকী আমার বাঙলাকে বলেন , বর্তমানে সরকারি বিদ্যালয় গুলোর তুলনায় বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার মান ভালো। কারণ সেখানে বিষয় ভিত্তিক শিক্ষকরা থাকে, সরকারি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর না হলে আগামী প্রজন্মের শিক্ষার মান আরও নিচে নেমে যাবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি শিক্ষক নিয়োগের বিষয়ে তৎপরতা দেখায় আশা করি এই সমস্যা সমাধান হবে।
জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র বলেন, লক্ষ্মীপুরে কিছুদিন পূর্বে এনটিআরসি'র মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এতে অনেক শিক্ষক যোগদান না করায় আবার শিক্ষক সংকট দেখা দিয়েছে। সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রানালয়ে যথাসময়ে তথ্য প্রদান করেছি তারা বলেছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার বাঙলা/আরএ