জেলা প্রতিনিধি : ফরিদপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে শহরের চর কমলাপুর মহল্লার গোলাম ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল নিশ্চিত করেন।
নিহত শ্রমিকরা হলেন, ফরিদপুর সদরের শোভারামপুর মহল্লার বাবু মিয়া (৫৫) ও সদরের কানাইপুর ইউনিয়নের কোষাগোপালপুর মহল্লার সাঈদ মুসল্লী (১৮)।
জানা গেছে, ওই বাড়িতে দেড় মাস আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। আজ সাটারিং খুলতে গেলে নিচে জমে থাকা পানি এবং তা থেকে উৎপন্ন গ্যাসে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            