সারাদেশ

গভীর রাতে ডিবির হাতে আটক ভাঙ্গায় আন্দোলনের প্রধান সমন্বয়ক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আজ রোববার সকাল থেকে আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত টানা তিনদিনের জন্য ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিলেন এই আন্দোলনের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়া। এর আগেই তাকে গভীররাতে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) নগরকান্দা থানার চাঁদহাট ইউনিয়ন থেকে তাকে আটক করে ফরিদপুর জেলা ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন।

তিনি জানান, আলগী ইউপি চেয়ারম্যানকে ভাঙ্গা থানার পুলিশ আটক করেননি। তাকে জেলার ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে দুপুরের আগে জানাবেন বলে জানান ওসি।

এদিকে আন্দোলনকারীদের সমন্বয়ক তৌহিদুর রহমান বুলবুল ও পলাশ মিয়া জানান, চেয়ারম্যান সিদ্দিক মিয়া গত শনিবার আলগী ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেন। এরপর নগরকান্দা থানার চান্দ্রা ইউনিয়নে তার বোনের বাড়ি থেকে রাত ২টার দিকে তাকে আটক করে ডিবি পুলিশ। কী কারণে চেয়ারম্যানকে আটক করা হয়েছে সে বিষয়ে তারা কিছু জানেন না। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা।

আলগী ইউনিয়নের বাসিন্দা মেজর প্রকৌশলী অব. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমি আলগী ইউনিয়নের একজন সন্তান হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। অখণ্ড ভাঙ্গা উপজেলা রক্ষার দাবিতে চলমান আন্দোলনের অন্যতম নেতা সিদ্দিক মিয়াকে গ্রেপ্তা‌র করেছে ডিবি পুলিশ।

অন্যদিকে গতকালের পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। যা চলবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত। গত শনিবার বিকেল ৫টায় উপজেলার আলগী ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) উপজেলা নিয়ে গঠিত। আর নগরকান্দা ও সালথা উপজেলা ছিল ফরিদপুর-২ আসনে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করা হয়। এরপর ৫ সেপ্টেম্বর থেকেই ফুঁসে ওঠেন ভাঙ্গার আন্দোলনকারীরা। দুই ইউনিয়নকে ফিরে পেতে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে দ্বিমুখী চিত্রে নগরবাসীর ক্ষোভ

চট্টগ্রাম নগরীর সড়কে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা বিরোধী অভিযান। একদিকে ট্রাফ...

লক্ষ্মীপুর পৌরসভা-  প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীদের বির...

ভিসা প্রতরণার নতুন কৌশল;ফেসবুকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণা 

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতা...

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হাম...

সুনামগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা