বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গাজীপুরের কৃতি সন্তান আজমত আলীর স্মরণে এক প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড গার্লস কলেজ মাঠে এই খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। সভাপতিত্ব করেন টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবর আলী, গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মো. আব্দুর রহিম খান কালা এবং সফিউদ্দিন একাডেমির সিনিয়র শিক্ষক মো. শফিক মাষ্টার।
প্রীতি ম্যাচে হায়দরাবাদ স্পোর্টিং ক্লাব নারী ফুটবল একাডেমি ৩-০ গোলে বিজয় লাভ করে। খেলাটি পরিচালনা করেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল হাতেম।
প্রচুর দর্শকের উপস্থিতিতে জমজমাট এ খেলা উপভোগ করেন স্থানীয় ক্রীড়ামোদীরা। খেলায় আজমত আলীর ক্রীড়া অবদান স্মরণ করে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আমারবাঙলা/এফএইচ