ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেছে স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় তারা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন। পরে বেলা ১১টায় সড়ক ও জনপদ বিভাগের আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারীরা।

এদিকে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ওই সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয়রা জানান, বাংলাদেশের বৃহত্তর পাইকারি বাজারগুলোর মধ্যে টঙ্গী বাজার সবচেয়ে প্রাচীন।গাজীপুরবাসী ও রাজধানীর আশপাশের এলাকার ব্যবসায়ীদের একমাত্র নির্ভরযোগ্য হচ্ছে এটি। টঙ্গীর সঙ্গে রাজধানীর উত্তরাসহ আশপাশের এলাকার যাতায়াত ব্যবস্থার একমাত্র মাধ্যম ছিল তুরাগ নদের ওপর নির্মিত আরসিসি দুটি সেতু।বিআরটি প্রকল্পের কারণে সেতু দুটি ভেঙে সেখানে দুটি অস্থায়ী বেইলি ব্রিজ স্থাপন করা হয়।

তারা বলেন, দুটি বেইলি ব্রিজের মধ্যে ইতোমধ্যে একটি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় টঙ্গী বাজারের আগত ক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ জনগণ বাধ্য হয়ে ফ্লাইওভার ব্যবহার করছে।ফ্লাইওভার দিয়ে ছোট ভ্যান গাড়ি ও রিকশাযোগে পণ্য পরিবহন ব্যবসায়ীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। সেই সঙ্গে শিশু এবং বয়স্কদের জন্য এই ফ্লাইওভার ব্যবহার করা অসম্ভব।

এ ছাড়া ফ্লাইওভার ব্যবহার করাও অত্যন্ত অনিরাপদ।ফ্লাইওভারে উঠামাত্রই ক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা ও মালামাল নিয় যায়। টঙ্গীর ৫৬, ৫৭নং ওয়ার্ডের বাসিন্দাদের এই ফ্লাইওভার ব্যবহারের জন্য প্রায় ১ কিলোমিটার ঘুরে আসতে হয়। এ সময় জ্যামে পড়ে তাদের মূল্যবান সময় নষ্ট হয়। মুমূর্ষ রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সগুলোকেও একই সমস্যার সম্মুখীন হতে হয়।

ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীদের কবলে পড়ে হতাহতের ঘটনাও ঘটেছে। এর ফলে টঙ্গী বাজারের প্রতি ক্রেতা-বিক্রেতারা আগ্রহ হারিয়ে ফেলছেন। এতে টঙ্গী বাজারের ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান অবরোধকারীরা।

এ সময় উপস্থিত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণ টঙ্গী বাজারে নির্বিঘ্নে যাতায়াত ও মালামাল পরিবহনের সহজতর করার লক্ষ্যে অতি দ্রুত টঙ্গী বাজারে অবস্থিত তুরাগ নদের ওপর স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সালাউদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তা...

তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের!

অভিনেতা তৌসিফ মাহবুব নিজের অভিনয় জীবনের একটি মজার ঘটনা শেয়ার করেছেন। সম্প্রতি...

‘লোক’ এবার যুক্তরাষ্ট্রে

অল্প পরিসরে আর স্বল্প খরচে গল্প তৈরির চ্যালেঞ্জ নিয়ে গত বছর ফ্রেন্ডলি নেইবারহ...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

সিপিএলে আবার সেই সাকিবকেই দেখা গেল

বল হাতে ফিরলেন পুরোনো সাকিব আল হাসান! না, অনেক উইকেট নেননি। ৪ ওভারে ২৫ রান দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা