মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। ওই ভুক্তভোগী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় তার স্বামীর কাছে যাওয়ার জন্য কমলগঞ্জ উপজেলায় আসে। গাড়িটি রাত সাড়ে ১০টায় আসবে যেনে বাড়িতে যাওয়ার জন্য ওই গৃহবধূ একটি অটোরিক্সা ভাড়া করেন। অটোড্রাইভার এর সাথে পাভেল নামে একটি ছেলে ছিল। পরে অটোড্রাইভার রনি ও পাভেল মিলে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রথমে অটো ড্রাইভার রনি পরে পাবেল জোরপূর্ক ধর্ষণ করে। তারপর ওই গৃহবধূকে একটা সিএনজি চালিত অটোরিক্সায় তুলে দেয় তারা। পরে ওই গৃহবধূ কমলগঞ্জ থানাকে অবগত করলে পুলিশ অটোড্রাইভার রনি মিয়া (৩২) কে আটক করেন। আটককৃত রনি শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাটিলার মৃত বাতির মিয়ার ছেলে। এছাড়াও অপর ধর্ষণকারী পাভেলকে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।
ভুক্তভোগী গৃহবধূ জানান, তার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। স্বামীর সাথে দেখার করার জন্য ঢাকায় যাবেন। গাড়ি আসতে দেরি হওয়াতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য একটি অটোভাড়া নেন। তখন অস্ত্রের মুখে জিম্মী করে আলীনগর চা বাগানে জোরপূর্বক দুজন মিলে ধর্ষণ করে। আমার বাবা এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছেন।
কমলগঞ্জ থানার (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            