বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই-আগষ্ট বিপ্লবের ফলে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নীলফামারী সরকারী কলেজ অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবির শহর শাখার আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি।
ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ৫ আগষ্টের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল সংগঠন গণতান্ত্রিক পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে পারছে। সবাই নাগরিক সুবিধা পাবে। এক্ষেত্রে ধর্ম-জাতি বিভেদ থাকবে না; বাংলাদেশ হবে সবার বাংলাদেশ।
এতে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            