জয়পুরহাট প্রতিনিধি
সারাদেশ

কোটি টাকা আত্মসাৎ করেছে ইসলামী ব্যাংকের ক্যাশিয়ার রানা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ক্যাশিয়ার মাসুদ রানা’র বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন ব্যক্তিগত ব্যাংক একাউন্ট থেকে এসব টাকা আত্মসাত করে নিজ গ্রামের বাড়িতে জমি ও পুকুর কিনেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন ক্যাশিয়ার মাসুদ রানা। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, রহমানিয়া ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম গত ২০১৮ সালে উপজেলা পরিষদের সামনে মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় অফিস ভাড়া নিয়ে ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার অধীনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেন। সেখানে মাসুদ রানাকে ক্যাশিয়ার পদে নিয়োগ করেন। তিনি গত ছয় মাস ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব থেকে কৌশলে কোটি টাকা আত্মসাত করে নিজ নামে জমি ও পুকুর কিনেছেন। অভিযুক্ত মাসুদ রানা এজেন্ট ব্যাংক হিসাব থেকে নেটওয়ার্কের সমস্যা দেখিয়ে বার বার গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার ইচ্ছা মতো অংক বসিয়ে টাকা হাতিয়ে নিতেন। ওই হিসাব গুলোতে কারিগরি ত্রুটি আছে জানিয়ে গ্রাহকের মোবাইল ফোনে ক্ষুদে বার্তাও (মেসেজ) পাঠাতেন না। গ্রাহকরা ক্ষুদে বার্তা না আসার কারণ জানতে চাইলে কারিগরি ত্রুটি আছে বলে তিনি জানান। পরে সে গ্রাহককে ভুয়া হিসাব বিবরণী (স্টেটমেন্ট) বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে তৈরি করে দিতেন।

আক্কেলপুর দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান জানায়, মাদ্রাসার আয় ব্যায়ের হিসাব করতে গিয়ে লক্ষ্য করেন এজেন্ট ব্যাংকের হিসাবের সাথে মাদ্রাসার লেনদেনের কোন মিল নেই। পরে জয়পুরহাট ইসলামী ব্যাংকের মূল শাখা থেকে হিসাব বিবরণী (স্টেটমেন্ট) তুললে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। পরে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ আক্কেলপুর এজেন্ট ব্যাংকে এসে ব্যালেন্স চেক করলে দেখেন একাউন্টে ৪০ লাখ টাকা থাকার কথা থাকলেও সেখানে মাত্র ২৯ হাজার টাকা রয়েছে। এজেন্ট ব্যাংক থেকে আগে যে হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দেওয়া হয়েছিল তাও ভুয়া বলে তিনি জানান। আক্কেলপুর দারুল কোরআন মাদ্রাসার সেক্রেটারী ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন বলেন, এই ব্যাংকে আমাদের মাদ্রাসার ৩৯ লাখ টাকা ছিল। গত রোববার বিকালে আমাদের মাদ্রাসার টাকা এজেন্ট ব্যাংক থেকে তুলতে আসলে দেখি একাউন্টে টাকা নেই। ক্যাশিয়ারের কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তরও দিতে পারেননি।

টাকাগুলো সে নিজের একাউন্টে ট্রান্সফার করে আত্মসাত করেছে বলে স্বীকারও করেন। বালিকা বিদ্যালয়ের নামে একাউন্ট থেকেও চার লাখ ৭০ হাজার টাকা তুলে নিয়েছে ক্যাশিয়ার মাসুদ রানা। হাইটেক পৌর কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আমার ব্যক্তিগত একাউন্টে পাঁচ লাখ টাকা ছিল। আজ টাকা তুলতে এসে জানতে পারি আমার একাউন্ট থেকেও টাকা সরিয়ে আত্মসাত করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত ক্যাশিয়ার মাসুদ রানা অভিযোগ স্বীকার করে বলেন, আমি গত ছয় মাস ধরে বিভিন্ন একাউন্ট থেকে কৌশলে টাকা আমার নিজ একাউন্টে নিয়ে আমার গ্রামের বাড়িতে জমি ও পুকুর কিনেছি। মনে করেছিলাম কাউকে না জানিয়ে ধীরে ধীরে টাকা গুলো পরিশোধ করে দেব। রহমানিয়া ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী ও এজেন্ট ব্যাংকের মালিক মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক টাকা আত্মসাত করেছে এমন খবর পেয়ে এসে দেখি গ্রাহকরা ব্যাংকে ভীর করছে। ব্যাংকের যা টাকা আত্মসাত করেছে তাকে সেগুলো গ্রাহককে ফেরত দিতে হবে। আমরা সেই ব্যবস্থা করবো।

ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে অভিযুক্ত ক্যাশিয়ার সহ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আক্কেলপুর শাখার বিভিন্ন গ্রাহকের একাউন্টে থেকে উত্তোলনের সময় ডিজিটাল প্রতারণার মাধ্যমে বেআইনি ভাবে ইলেকট্রনিক্স ট্রানজেকশনের মাধ্যমে টাকা আত্মসাত এর তথ্য পাওয়া গেছে। ক্যাশিয়ার মাসুদ রানার প্রায় এক কোটি টাকা নিজ একাউন্টে ট্রান্সফার করে আত্মসাৎ করার যথেষ্ট সাক্ষী প্রমান রয়েছে। সাইবার নিরাপত্তা আইনে গত সোমবার অত্র এজেন্ট ব্যাংকের মালিক মো. জাহিদুল ইসলাম (আঞ্জু), ব্যাংক ইনচার্জ রিওয়ানা ফারজানা সুমি ও ক্যাশিয়ার মাসুদ রানাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা