ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, ঈদ উল ফিতরের পুর্বে বকেয়া বেতন পরিশোধ ও প্রকল্প স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবীতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে নীলফামারীর মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা।
মসজিদভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টায় শহরের শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মাওলানা নুর উন নবী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলা সভাপতি আব্দুর রহমান প্রমূখ। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম জানান, ১৯৯৩ সাল থেকে সারাদেশে মসজিদভিত্তি ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠির ছেলে-মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহন করে আসছেন। কিন্তু ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় কেন্দ্রগুলো বন্ধের উপক্রম হয়েছে। সেই সাথে তিন মাস থেকে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            