বিনোদন

২২ বছর বয়সেই বলিউড ছাড়তে হয় এই নায়িকাকে

বিনোদন ডেস্ক

ব্লকবাস্টার হিট দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক তাঁর। কিন্তু মাত্র ২২ বছর বয়সেই বিদায় জানান বলিউডকে। কে এই অভিনেত্রী? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

১৯৮১ সাল হিন্দি ছবির জন্য অন্যতম একটি দুর্দান্ত বছর ছিল। অমিতাভ বচ্চন সেই বছর ‘নসিব’, ‘কালিয়া’, ‘লাওয়ারিস’-এর মতো ছবি উপহার দেন। দিলীপ কুমার ‘ক্রান্তি’ ছবি নিয়ে আসেন। অন্যদিকে নতুন প্রজন্মের অভিনেতারাও দুটি হিট ছবি দেন, ‘রকি’ ও ‘লাভ স্টোরি’। ‘রকি’ ছবি নায়ক হিসেবে সঞ্জয় দত্তর প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে। কিন্তু সেই বছর ‘রকি’–এর থেকেও বক্স অফিসে বেশি সাফল্য পেয়েছিল ‘লাভ স্টোরি’। এই ছবির দুই অভিনেতা-অভিনেত্রী রাতারাতি তারকা বনে যান।

রাহুল রাওয়াল পরিচালিত ‘লাভ স্টোরি’ ছবিটির হাত ধরে রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরবের পাশাপাশি বলিউডে পা রাখেন বিজয়েতা পণ্ডিত। ছবিটি তো হিট করেই, ছবির গানগুলো দারুণ জনপ্রিয় হয়। সেই সময় বিজয়েতা পন্ডিত ও কুমার গৌরবকে বলিউডের সবচেয়ে প্রতিশ্রুতিশীল দুই তারকা বলে মনে করা হতো। আশির দশকের মাঝামাঝি শ্রীদেবী, মাধুরী দীক্ষিতদেরও ছাপিয়ে গিয়েছিলেন তিনি জনপ্রিয়তায়। কিন্তু এই সাফল্য তিনি খুব কম সময়ের জন্যই উপভোগ করতে পারেন।

‘লাভ স্টোরি’ ছবিতে কাজ করার সময়ই মন দেওয়া–নেওয়া হয় কুমার গৌরব ও বিজয়েতা পণ্ডিতের। ছবির সাফল্যের সঙ্গে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় তাঁদের সম্পর্কও। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি কুমার গৌরবের বাবা। তিনি ছেলেকে বিজয়েতার সঙ্গে বিচ্ছেদ করে ক্যারিয়ারে মন দিতে বলেন।

এক সাক্ষাৎকারে বিজয়েতা রাজেন্দ্র কুমারকে দুষেছিলেন তাঁর ক্যারিয়ার নষ্ট করার জন্য। তাঁর কথায়, ‘তিনি কথায় কথায় খুব রেগে যেতেন, আমি বুঝতাম সেটা। বান্টিকে (কুমার গৌরব) বকাবকি করতেন, বলতেন ক্যারিয়ারে মন দাও। এই মেয়েটার সঙ্গে প্রেম করে ঠিক করোনি। তুমি আমার রাজকুমার, তোমায় আমি একটি রাজকুমারী এনে দেব। ভালো বাড়ির, বড়লোকের মেয়ের সঙ্গে বিয়ে দেব। সেসব শুনে আমি খুব ভয় পেতাম।’

বিজয়েতা জানান, যে কুমার গৌরব তাঁর বাবার সঙ্গে লড়াই করেছিলেন, কিন্তু তবুও শেষ পর্যন্ত তাঁদের বিচ্ছেদ হয়। তিনি জানান, এই সম্পর্কই তাঁর ক্যারিয়ার শেষ করে দেয়। অভিনেত্রীর কথায়, ‘আমি কাজ করতে চেয়েছিলাম। অনেক ছবির প্রস্তাব আসছিল। “রাহি”–এর জন্য তো ১০ দিনের শুটিংও করি। কিন্তু রাজেন্দ্র আমাকে সব ছবি থেকে সরিয়ে দেন। আমাকে কুমার গৌরবের সঙ্গে আর কাজ করতে দেননি। তবে পরে তাঁর সব ছবি ফ্লপ হয়। উনি নিজের ছেলের সঙ্গে আমার ক্যারিয়ারও নষ্ট করেন।’

১৯৮৫ সালে ‘মহব্বত’ নিয়ে ফেরেন বিজয়েতা, সেটাও হিট হয়। কিন্তু এরপর বেশ কিছু ফ্লপ ছবিতে কাজ করেন তিনি। ১৯৮৬ সালে তিনি পরিচালক সমীর মালকানকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়েও বেশি দিন টেকেনি। এরপর ১৯৯০ সালে তিনি আদেশ শ্রীবাস্তবকে বিয়ে করে অভিনয় ছেড়ে দেন মাত্র ২২ বছরে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি ঘোরবিরোধী

হামাস নিরস্ত্র হোক, চান না ৭০ শতাংশ ফিলিস্তিনি বেশির ভাগ ফিলিস্তিনি...

সকাল থেকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধা...

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস দক্ষিণ আফ্রিকার

আক্ষেপ ঘুচল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফা...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা