খেলা

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেবো: শান্ত

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ২০২ রানে অলআউট হয়ে ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই পরাজয় নিয়ে খুব বেশি ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক। বরং তিনি আত্মবিশ্বাসী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দাপট দেখাবে।

শান্ত গত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে ব্যাট হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’

শান্তর এই বার্তার সঙ্গে সুর মিলিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলকে নিয়ে পোস্ট করেছে। যেখানে শান্ত, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’

প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৬০ রান তুললেও পরবর্তী সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৮.২ ওভারে ২০২ রানে অলআউট হয় তারা। জবাবে পাকিস্তান ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান তুলে সহজ জয় নিশ্চিত করে।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু হবে ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে দলটি। রাওয়ালপিন্ডিতে হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি। শান্তর আত্মবিশ্বাসী বার্তা কতটা বাস্তবে রূপ নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজ...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা