খেলা

৫০২ দিন পর গোলের দেখা পেলেন নেইমার!

ক্রীড়া ডেস্ক

যাক, অবশেষে গোলের দেখা পেলেন নেইমার! বাক্যের শেষে বিস্ময়সূচক দেওয়ার কারণ, এ খবরটাও অনেকটা বিস্ময়ের মতোই। কিন্তু কেন?

ব্রাজিলিয়ান সুপারস্টার শেষ কবে জাল খুঁজে পেয়েছিলেন, সেটা হয়তো তিনি নিজেও ভুলে গেছেন। সে তারিখটা বের করতে শুধু ক্যালেন্ডারের পাতা বদলিয়ে পেছনে যেতে হবে, এমন নয়। বরং বদলাতে হবে ক্যালেন্ডারই!

নির্দিষ্ট করে বললে, ২০২৩ সালের ৩ অক্টোবর এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল হিলালের জার্সিতে শেষবার গোল করেছিলেন নেইমার।

সেই গোলের ঠিক ৫০২ দিন পর, আজ শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে গোলের দেখা পেয়েছেন ৩৩ বছর বয়সি এ ফরোয়ার্ড। নেইমারের পেনাল্টি গোল আর থাসিয়ানো ও গিয়ের্মের গোলে সাও পাওলোর পেশাদার লিগ ক্যাম্পেনাতো পাওলিস্তাতে আগুয়া সান্তার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে সান্তোস। একটি গোল করার পাশাপাশি গিয়ের্মের গোলে অ্যাসিস্টও করেছেন নেইমার।

নেইমারের এ গোলখরার পেছনে সবচেয়ে বড় দায়টা অবশ্য চোটের। ২০২৩ এর অক্টোবরের শুরুতে সৌদি ক্লাবটির হয়ে ওই গোলের পর একই মাসের ১৮ তারিখ জাতীয় দলের জার্সিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন নেইমার। সে চোটের পর দীর্ঘ এক বছরের বেশি সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়।

৩৬৯ দিন মাঠের বাইরে থাকার পর গত অক্টোবরে প্রত্যাবর্তন হয় নেইমারের। কিন্তু ব্রাজিলিয়ান তারকার প্রত্যাবর্তনটা সুখকর ছিল না। দুই ম্যাচে মোটে ৪২ মিনিট খেলে আবারো চোটে পড়েন তিনি। চোটজর্জর নেইমারের এ হাল দেখে মৌসুমের বাকি অর্ধেকের জন্য আর নিবন্ধনই করায়নি সৌদি ক্লাবটি। পাশাপাশি নেইমারকে ছেড়ে দেওয়ার পথও খুঁজতে থাকে।

ক্লাবের হাব-ভাব বুঝে পুরোনো ক্লাব সান্তোসে নাম লেখান নেইমার। কিন্তু, সেখানে গিয়ে প্রথম তিন ম্যাচ থাকেন নিজের ছায়া হয়ে। অবশেষে রবিবার (১৬ ফেব্রুয়ারি) চতুর্থ ম্যাচে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা পান তিনি।

ম্যাচের ১২তম মিনিটে বল নিয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ড্রিবল করে সতীর্থের সঙ্গে ওয়ান টু ওয়ান করে বক্সে ঢোকেন নেইমার। সেখানে আবার ড্রিবল করে এগোতে গেলে ফাউলের শিকার হন তিনি। পেনাল্টি পায় হিলাল। নিজের আদায় করা পেনাল্টি থেকে স্বভাবসুলভ মাথা ঠান্ডা রেখে গোলকিপারকে বিপরীত দিকে পাঠিয়ে বল জালে জড়ান তিনি। তাতে ৫০২ দিনের দীর্ঘ অপেক্ষারও অবসান হয়ে যায়।

নেইমারের গোলের পর সান্তোসের হয়ে ব্যবধান দ্বিগুণ (২-০) করেন থাসিয়ানো। আর প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে সান্তার হয়ে একটি গোল শোধ করেন নেতিনিও। দ্বিতীয়ার্ধেও সান্তোস বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু, আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় সেগুলো গোল পর্যন্ত যাচ্ছিলো না। ম্যাচের ৭০ মিনিটে ধারা ভাঙে সান্তোস। দলটির তৃতীয় গোলেও অবদান আছে নেইমারের।

সতীর্থের ক্রসে বক্সের ভেতর বল পেয়েছিলেন নেইমার। অনেকটা গায়ের সঙ্গে প্রতিপক্ষের একজন লেগে থাকায় শট নিতে পারেননি তিনি। ততক্ষণে নেইমারের পায়ে বলে লেগে কিছুটা দূরেও চলে গেছে। এমন সময় বুদ্ধি খাটিয়ে নিজের শরীরটাকে ঘুরিয়ে অনেকটা বসে পড়ার ভঙ্গিতে ফাঁকায় দাঁড়ানো গিয়ের্মেকে পাস দেন নেইমার। সেখান থেকে ফিনিশিং দিতে তেমন বেগ পেতে হয়নি ২৯ বছর বয়সি এ লেফট উইঙ্গারের।

জয় নিশ্চিত জেনে ম্যাচের ৮৫ মিনিটে নেইমারকে তুলে নেন কোচ। মাঠে যতোক্ষণ ছিলেন, ৭ বার ড্রিবলের চেষ্টা করেছিলেন তিনি। এর মধ্যে সফল হয়েছেন ৩ বার। আর সফল পাস দিয়েছেন ৮৭ শতাংশ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা বহিষ্কার

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত...

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ১০

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমা...

পেকুয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজার জেলার পেকুয়া থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াব...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা