সংগৃহীত
বিনোদন

সুইফটের দি ইরাস ট্যুরে এমন কিছু হয়েছে যা ভাবেনি কেউ

বিনোদন ডেস্ক

টেলর সুইফটের ‘দি ইরাস ট্যুর’ অনেক কারণে ঐতিহাসিক । ২০ মাস ধরে চলেছে এই ট্যুর। শেষ হয়েছে গত রবিবার কানাডার ভ্যাঙ্কুভারে। ওইদিন আবেগতাড়িত হন মার্কিন এ গায়িকা।

‘দি ইরাস ট্যুর’ শেষ হয় পাঁচটি মহাদেশের ৫৩টি শহরে ১৪৯টি শোয়ের মাধ্যমে। টেলর এই ট্যুরে ছুটে বেড়িয়েছেন টোকিও, প্যারিস থেকে বুয়েনস এইরেস। ২০২৩ সালের ১৭ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় শুরু হয়েছিল এ সফর।

অনেক রেকর্ডের ওলট–পালট করে দ্য ইরাস ট্যুর পরিণত হয়েছে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল কনসার্ট ট্যুরে।

বিশ্লেষকেরা বলছেন, রেকর্ড টিকিট বিক্রি, জাস্টিন ট্রুডো, প্রিন্স উইলিয়ামের মতো রাজনীতিবিদের উপস্থিতি, টম ক্রুজের নাচ ছাড়াও টেলর সুইফটের এই কনসার্ট ট্যুর নানা কারণেই অভূতপূর্ব। পপ কালচারে এমন প্রভাব বিস্তারকারী কনসার্ট অন্তত চলতি শতকে দেখা যায়নি।

সুইফটের এই ট্যুর কনসার্টের কারণে কৃত্রিম ভূমিকম্প হয়েছে, মিউনিখে কনসার্টের সময় একটি পাহাড়ে বসে গান শুনেছেন ৪০ হাজার শ্রোতা; এমন দৃশ্য সহসা দেখা যায়নি। লস অ্যাঞ্জেলেসের গ্র্যামি মিউজিয়ামের প্রধান কিউরেটর জাসেন এমোনস সুইফটের কনসার্ট নিয়ে এই উন্মাদনাকে তুলনা করেছেন এলভিস প্রিসলি, মাইকেল জ্যাকসন, দ্য বিটলস বা ম্যাডোনাকে নিয়ে উন্মাদনার সঙ্গে।

সুইফটের এই কনসার্ট ট্যুরের ঘোষণা আসে ২০২২ সালের শেষের দিকে। তখন থেকেই হুড়োহুড়ি পড়ে যায় টিকিট নিয়ে, একপর্যায়ে সার্ভার ক্রাশের ঘটনাও ঘটেছে। বেশির ভাগ কনসার্টের টিকিট শেষ হয়ে গেছে এক বছর আগেই। এই কনসার্ট ট্যুর বিশ্বজুড়ে সুইফট–ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছিল আর পরিচয় করিয়ে দিয়েছে একদল গায়িকার পাঁড় ভক্তের সঙ্গে। পরে যাদের পরিচিতি হয়েছে ‘সুইফটিজ’ নামে।

তার শ্রোতারা বলছেন, এই ট্যুর তাদের মধ্যে সৌহার্দ্য তৈরিতে সাহায্য করেছে। কনসার্টে নতুন নতুন গান নিয়ে হাজির হয়ে অনেকবারই চমকে দিয়েছেন সুইফট, সঙ্গে মঞ্চের দুর্দান্ত পারফরম্যান্স তো ছিলই।

তবে সব ছাপিয়ে একসঙ্গে সুইফটের গান শোনার তুলনা হয় না, বলছেন ভক্তরা। সুইফটের কনসার্টমুখী ভক্তদের এই স্রোতকে ব্রিটিশ দার্শনিক সাইমন ক্রিচলি তুলনা করেছেন তীর্থযাত্রীদের সঙ্গে। ভ্যারাইটি সাময়িকী এই ট্যুর সম্পর্ক মন্তব্য করে, ‘দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট কমিউনিটি অর্গানাইজার’।

এই ট্যুর নিয়ে ভক্তদের উন্মাদনা কেমন ছিল, তা কনসার্ট নিয়ে নির্মিত সিনেমা থেকেই অনুমান করা যায়। গত বছরের অক্টোবরে মুক্তি পাওয়া ১৫ মিলিয়ন ডলারের সিনেমাটি প্রেক্ষাগৃহে ২৬১ দশমিক সাত মিলিয়নের বেশি ব্যবসা করে। কনসার্ট ট্যুর নিয়ে যে বই প্রকাশ করেছেন সুইফট, সেটি নিয়েও একই রকম আগ্রহ দেখে গেছে ভক্তদের।

এই ট্যুরে যেসব শহর ঘুরেছেন সুইফট, সব শহরের অর্থনীতি ফুলে-ফেঁপে উঠেছে। সফরের শেষ পর্যায়ে কানাডা সফর করেন সুইফট। ভ্যাঙ্কুভারে শেষ করার আগে গত ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত টরন্টোতে ছয়টি শো করেছেন গায়িকা। বিবিসি বলছে, পর্যটনসহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ড মিলিয়ে এই ছয়টি শো কানাডার অর্থনীতিতে বাড়তি ১৯৯ মিলিয়ন ডলার যোগ করেছে।

এই ট্যুর টেলর সুইফটের জন্যও বিশেষ কিছু। দি ইরাস ট্যুর বুক-এ তিনি লিখেছেন, ‘এটি অবিশ্বাস্য এক অনুভূতি। এই ট্যুরে যা হয়েছে, তা কেউ ভাবেননি। একটি ট্যুর কীভাবে সারা দুনিয়াকে একত্র করে, সেটিই এবার দেখলাম।’

দি ইরাস ট্যুর শেষ হওয়ার আগে থেকেই ভক্তদের দাবি ছিল, দ্রুত এমন ট্যুর আরো আয়োজনের। সুইফট ভক্তদের আবদারে সোজা জানিয়ে দেন, একই জিনিস দুবার করতে পছন্দ করেন না তিনি। আরো জানান, নতুনভাবে ভক্তদের কাছে ফিরবেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যায় আরেক ছাত্রদল কর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ের বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযো...

ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর...

মহেশখালীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমা...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

রাউজানে নির্বাচনী প্রস্তুতি ঘিরে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা