ক্রীড়া ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের ৩৭তম জন্মদিন আজ।
রোববার (২৪ মার্চ) জন্মদিনে এই কিংবদন্তি ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার ভক্ত সমর্থকরা।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন সাকিব। কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা আর গৃহিণী শিরিন শারমিনের ঘর আলোকিত করে পৃথিবীতে আসেন সাকিব। পরিবারের প্রথম ও একমাত্র ছেলেসন্তান তিনি।
সাকিব মাত্র ১৯ বছর বয়সে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। এরপর ব্যাট-বল হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব। ভেঙ্গেছেন একের পর এক বিশ্ব রেকর্ড।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েন সাকিব। তিনি ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
২০১৯ সালের বিশ্বকাপে তিনি রীতিমতো এক ইতিহাস। সেবার ব্যাট বল হাতে এক অন্য সাকিবকে দেখছিল ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি নিয়েছিলেন ১১টি উইকেট।
৭৫ নম্বর জার্সি গায়ে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সাকিবের এ পর্যন্ত মোট সংগ্রহ ওয়ানডেতে ৭৫৭০ রান, টি-টোয়েন্টিতে ২৩৮২ ও টেস্টে ৪৪৫৪ রান। অন্যদিকে উইকেটের হিসাব করলে সেটি দাঁড়ায় ৬৯০-এ। বাংলাদেশের ক্রিকেটের বাঁহাতি জাদুকর তিনি।
সাকিব শুধু ক্রিকেটের মাঠে অলরাউন্ডার নন। রাজনীতিতেও তিনি অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এই ক্রিকেটার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            