শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
একই দিনে সকালে জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাও অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভা ও সভায় অংশগ্রহণকারীরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জেলা আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।
আমারবাঙলা/এনইউআ