চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় মো. নুরুল কবির (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে পদুয়া নুরুচ্ছাফা বিদ্যা নিকেতনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল কবির উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, নুরুল কবির পদুয়া রাজারহাট থেকে বাজার করে সিএনজিচালিত অটোরিকশার সামনের আসনে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। গাড়িটি নুরুচ্ছাফা বিদ্যা নিকেতনের সামনে একটি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে পাশের একটি আমগাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
এ মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক সমাজ, শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাঁশখালীর স্থানীয় বাসিন্দা সুলতানুল আজিজ জানান, নিহত নুরুল কবির বাঁশখালী উপজেলার ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় মুহাম্মদ নন্ন্যা মিয়ার দ্বিতীয় পুত্র। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবার-পরিজন রেখে গেছেন।
এদিকে দুর্ঘটনার পর গোডাউন-রাজারহাট সড়ক প্রশস্ত করার দাবি জোরালো হয়েছে। স্থানীয় বাসিন্দা মো. শওকত জানান, গোডাউন থেকে সুখবিলাশ–দশমাইল বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সরু অবস্থায় রয়েছে। এই সড়কে নিয়মিত যানজট ও দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি প্রশস্ত করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
আমারবাঙলা/এনইউআ