ছবি: সংগৃহীত
সারাদেশ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় মো. নুরুল কবির (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে পদুয়া নুরুচ্ছাফা বিদ্যা নিকেতনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল কবির উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, নুরুল কবির পদুয়া রাজারহাট থেকে বাজার করে সিএনজিচালিত অটোরিকশার সামনের আসনে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। গাড়িটি নুরুচ্ছাফা বিদ্যা নিকেতনের সামনে একটি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে পাশের একটি আমগাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

এ মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক সমাজ, শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাঁশখালীর স্থানীয় বাসিন্দা সুলতানুল আজিজ জানান, নিহত নুরুল কবির বাঁশখালী উপজেলার ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় মুহাম্মদ নন্ন্যা মিয়ার দ্বিতীয় পুত্র। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবার-পরিজন রেখে গেছেন।

এদিকে দুর্ঘটনার পর গোডাউন-রাজারহাট সড়ক প্রশস্ত করার দাবি জোরালো হয়েছে। স্থানীয় বাসিন্দা মো. শওকত জানান, গোডাউন থেকে সুখবিলাশ–দশমাইল বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সরু অবস্থায় রয়েছে। এই সড়কে নিয়মিত যানজট ও দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি প্রশস্ত করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

গাজার ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের মরদেহ উদ্ধার

ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার যুদ্ধে বিধ্বস্ত গাজা শহরের একটি বাড়ির ধ্বংস...

মায়ানমারে পাচারকালে বিপুল সিমেন্টসহ আটক ২৩

বাংলাদেশ নৌবাহিনী কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে মায়ানমারে পাচারকালে দুটি বোটস...

সাতকানিয়ার ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধু...

নেত্রকোনা–৩ আসনে মনোনয়ন পেলেন মাওলানা শেখ শামছুদ্দোহা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া)...

চট্টগ্রামে বসতবাড়ি থেকে মেছো বাঘের শাবক উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি বসতবাড়ি থেকে বিপন্ন প্রজাতির একটি মেছো বাঘ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা