ছবি: সংগৃহীত
সারাদেশ

রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হলো মণিপুরিদের মহারাসলীলা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজন, কড়া নিরোপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্যদিয়ে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। উপজেলার মাধবপুর শিববাজার ও আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়। রাস উৎসবকে কেন্দ্র করে ২টি স্থানেই বসেছে মেলা।

নৃত্য চলাকালীন সময় ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবারও ভক্তরা কুঁড়িয়ে নেন। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসবের রাস নৃত্য। রাসোৎসব উপলক্ষে রাতে দেশি-বিদেশী পর্যটকদের ভিড়ে মিলনতীর্থে পরিণত হবে মাধবপুর আর আদমপুরএলাকা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা উপলক্ষে মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৩তম ও আদমপুর মণিপুরি কালচারাল প্রাঙ্গণে মণিপুরি মৈ-তৈ সম্প্রদায়ের ৪০তম মহারাসোৎসব শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সাদা কাগজের নকশায় নিপুন কারু কাজে সজ্জিত করা হয়েছে মন্ডপগুলো। করা হয়েছে আলোকসজ্জাও। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার দুপুর ১২টা থেকে তুমুল আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ও তার সখী রাধার লীলাকে ঘিরে শুরু হয় রাখাল নৃত্য। চলে সন্ধ্যা পর্যন্ত।

আয়োজকেরা জানান, সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপ, এ মণ্ডপেই রাতে হবে রাস নৃত্য। রাস উপলক্ষে সকাল থেকেই জড়ো হচ্ছেন দর্শনার্থী। আশপাশের এলাকার দর্শনার্থীতো আছেনই, সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন অনেকে। সকলের উদ্দেশ্য মণিপুরি সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা। সময় বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বাড়তে থাকে। শিশু, কিশোর, নারী, পুরুষসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বয়সের সকল শ্রেণি পেশার মানুষের সমাগমে যখন কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গণ যখন কানায় কানায় পূর্ণ তখন রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হলো মণিপুরি সম্প্রদায়ের রাসোৎসব।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে সব প্রস্তুত। রাস উৎসব দেখতে দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে ভিড় করেন। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় রাস উৎসব সফলভাবে সমাপ্ত হবে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জে লবণাক্ত জমিতে কমলা     

বেকার জীবন যে কত কষ্টকর, তা ভালো করেই জানেন নাসির উদ্দিন মল্লিক। পাঁচ সন্তান...

কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় পাঁচ শরিয়াহ ব্যাংক অকার্যকর

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক ৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কে...

ফেনীতে চাঞ্চল্যকর দুই শিশু হত্যা মামলার মূল আসামি জনি গ্রেপ্তার

ফেনীর সদরের বিরিঞ্চিতে দুই শিশুকে পুড়িয়ে হত্যার মামলার মূল আসামি কামাল হোসেন...

খালেদা জিয়ার খালাসের রায় প্রকাশ 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়...

ঝিকরগাছা থেকে পিতাপুত্রসহ পাঁচজন উদ্ধার, আটক ২

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ২৫ দিন আগে অপহৃত পাঁচজন...

নভেম্বরে গণভোটের দাবিতে উত্তাল পল্টন

নভেম্বরে গণভোট আয়োজন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজধানী...

জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আ...

পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিল...

জোহরান মামদানির জয়ে হুমকিতে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব : ট্রাম্প

নিউইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ‘বামপন্থী’ডেমোক্রেটিক সোশ...

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা