সংগৃহীত
টেকলাইফ

মহাকাশ ঘুরে এলেন কেটি পেরিসহ ছয় নারী

আমারবাঙলা ডেস্ক

মহাকাশ ভ্রমণ করে এসেছেন ছয় নারী। তাদের মধ্যে আছেন মার্কিন পপতারকা কেটি পেরি। অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন তারা।

বাংলাদেশ সময় সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। কেটি পেরি ছাড়াও মহাকাশযানে ছিলেন জেফ বেজোসের বাগ্‌দত্তা লরেন সানচেজ, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের সাংবাদিক গেইল কিং, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বোয়ে, নাগরিক অধিকারকর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্ন ফ্লিন।

নিউ শেপার্ড মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় তিন মিনিট সেখানে অবস্থান করে। পুরো যাত্রা ছিল ১১ মিনিটের। এনএস-৩১ নামের এই মিশনকে ঐতিহাসিক বলা হচ্ছে। কারণ, ১৯৬৩ সালে রাশিয়ার নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভার একক মহাকাশযাত্রার পর এবারই প্রথম শুধু নারীদের নিয়ে মহাকাশে যায় কোনো মহাকাশযান। এরপর সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসেন তারা।

ব্লু অরিজিন জানিয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতসহ (স্টেম) গণমাধ্যমে নারীদের ক্যারিয়ার গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই মিশন পরিচালনা করা হচ্ছে। এ যান ছিল স্বয়ংক্রিয়। এতে কোনো চালক ছিল না।

ব্লু অরিজিনের এই মহাকাশযান কারমান রেখায় নিয়ে যায় কেটি পেরিদের। কারমান রেখা হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশের একটি সীমানা। মহাকাশে প্রায় ১১ মিনিট অবস্থানকালে ছয় নারী তাদের আসন থেকে উঠে চারপাশ দেখতে পারেন। এ ছাড়া ক্যাপসুলের বড় জানালা দিয়ে পৃথিবীর দৃশ্যও উপভোগ করেন তারা।

মানুষ নিয়ে মহাকাশের নিম্ন কক্ষপথে এ নিয়ে ১১ বারের মতো মহাকাশযান পাঠাল ব্লু অরিজিন। মহাকাশে বাণিজ্যিকভাবে ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে কয়েক বছর ধরেই কাজ করছে ব্লু অরিজিন। তবে এ ধরনের ভ্রমণে কত খরচ হয়, এটি নিয়ে প্রকাশ্যে এখনো কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

মহাকাশ ভ্রমণ শেষে ফিরে এসে কেটি পেরি জানান, তিনি এখন জীবনের সঙ্গে অত্যন্ত সংযুক্ত এবং ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি অনুভব করছেন। এ অভিজ্ঞতা নিয়ে তিনি একটি গান লিখবেন। তিনি বলেন, এটি ছিল সর্বোচ্চ উচ্চতা। এটি অজানার কাছে আত্মসমর্পণ।

এ যাত্রা অনেক বেশি উপভোগ করেছেন জানিয়ে কেটি পেরি আরো বলেন, এর চেয়ে ভালো কিছুর জন্য তিনি আর সুপারিশ করতে পারেন না।

এ যাত্রার অভিজ্ঞতা জানিয়ে লরেন সানচেজ বলেন, এত উচ্চতা থেকে পৃথিবীকে অনেক শান্ত দেখাচ্ছিল।

একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নেতৃত্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জ্যারেড আইজ্যাকম্যান ব্লু অরিজিন এবং ক্রুদের অভিনন্দন জানিয়েছেন।

সম্প্রতি ফরাসি সাময়িকী অ্যালেকে দেওয়া এক সাক্ষাৎকার কেটি পেরি জানান, মেয়ে ডেইজির জন্য এই মহাকাশযাত্রার অংশ হয়েছেন তিনি। কেটি পেরি বলেন, আমার মেয়ে যাতে কখনো মনে না করে যে স্বপ্নের কোনো সীমা আছে। তাকে এই অনুপ্রেরণা দিতেই আমি এই মহাকাশযাত্রার সঙ্গী হয়েছি।

মহাকাশে যাওয়ার জন্য মুখিয়ে আছেন মন্তব্য করে কেটি পেরি আরো বলেন, যখন রকেটটি মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করবে, তখন তার (মেয়ে ডেইজি) চোখে কেমন অনুপ্রেরণা ও আলোর ঝলকানি তৈরি হয়, সেটা দেখার জন্য আমি ভীষণ উচ্ছ্বসিত।

পাঁচ নারীর সঙ্গে মহাকাশযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক একটি ভিডিও পোস্ট করেন কেটি পেরি। সেখানে তিনি জানান, মহাকাশে যাওয়ার জন্য প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে একটি বিষয় জেনে তিনি বিস্মিত হন। সেখানে কেটি পেরি জানতে পারেন, ক্যাপসুলটির নাম হবে টরটয়েস (কচ্ছপ)। এটির নকশা করা হয়েছে পাখার মতো করে। বিস্মিত হওয়ার কারণ বলতে গিয়ে কেটি পেরি জানান, জন্মের পর মা–বাবা তার যে দুটি ডাকনাম রেখেছিলেন, তার একটি হলো টরটয়েস।

একই ভিডিওতে কেটি পেরি বলেন, এটি কোনো কাকতাল নয়। তবে এটি জানতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত হই। এ জন্য প্রতিষ্ঠানটির কাছে আমি কৃতজ্ঞ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

বিশিষ্ট নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃত...

ঢাকায় পরপর ৩ দিন ৩ দলের সমাবেশ

বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনের সরকার...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

হিটলারের মৃত্যু কীভাবে হয়েছিল, নতুন তথ্য

এডলফ হিটলার সারাবিশ্বে পরিচিত নাম। তিনি ছিলেন স্বৈ...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন  ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা