ছবি: সংগৃহীত
সারাদেশ

বিকৃত ছবি শেয়ার করে পদ খোয়ালেন জামায়াতের ইউপি আমীর

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতা রুমিন ফারহানাকে নিয়ে এডিট করা ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন জামায়াত আমিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজি জানান, ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করায় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের রুকনিয়াত তিন মাসের জন্য মুলতবী করা হয়েছে। একইসঙ্গে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়া এক বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের হামলার নিন্দা জানান। তিনি দাবি করেন, সংঘর্ষে জামায়াতের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মাওলানা ইলিয়াসের ব্যক্তিগত ফেসবুক থেকে অসাবধানতাবশত ছবিটি শেয়ার হয়েছিল। পরবর্তীতে বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ছবি মুছে ফেলা হয় এবং তিনি এ জন্য দুঃখপ্রকাশ করেন। শুক্রবার সকালে বসে বিষয়টি মীমাংসার কথা থাকলেও তার আগেই বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।

আহতদের মধ্যে রয়েছেন পালিশারা গ্রামের জামায়াত আমির হাফেজ আহমেদ, সেক্রেটারি ফয়সাল, মোহাম্মদুপর গ্রামের আমির আনোয়ার হোসেন, সাবেক আমির আবদুল মোতালেব ও আরও কয়েকজন।

অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াত আমির মাওলানা ইলিয়াস তার ফেসবুকে তারেক রহমান ও রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে জামায়াত নেতাকর্মীরা অতর্কিতভাবে যুবদল ও বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়।

হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেছার আহমেদ বলেন, ‘হামলায় আমাদের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

ধোবাউড়ায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিকাল ২টায় ধোবাউড়া মোহাম্মদিয...

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কক্সবাজার জেলা প্রশাসন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও...

মনোহরদীতে মহান বিজয় দিবস উদযাপন

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা