খেলা

বাংলাদেশে ফিরে আসছেন রিশাদ-নাহিদ

ক্রীড়া প্রতিবেদক

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা প্রভাব ফেলেছে খেলাধুলার জগতেও। সবশেষ এর শিকার হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পিএসএল ২০২৫-এর বাকি ম্যাচগুলো।

এই সিদ্ধান্তের ফলে দেশে ফিরছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএলে খেলতে গিয়ে পাকিস্তানে অবস্থান করছিলেন তারা। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দিয়েছিল, পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) সরিয়ে নেওয়া হবে। রিশাদ ও নাহিদও সেই পরিকল্পনার অংশ হিসেবে দুবাই যাচ্ছিলেন। তবে অঞ্চলজুড়ে যেভাবে সংঘাত ছড়িয়ে পড়েছে, তাতে শেষ পর্যন্ত পিএসএল পুরোপুরি স্থগিত করে দেয় পিসিবি।

এই অবস্থায় বিসিবি দ্রুত পদক্ষেপ নেয়। খেলোয়াড়দের নিরাপদে দেশে ফেরানোর জন্য বিসিবির পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। শুধু ক্রিকেটাররাই নয়, পাকিস্তানে ছিলেন দুইজন বাংলাদেশি সাংবাদিক মাহরুশ প্রত্যয় ও তাশফিক পলক। তাদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল বিসিবি।

চার জনই এখন দেশের পথে যাত্রা শুরু করেছেন। বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।
অনেক বিদেশি ক্রিকেটারও পাকিস্তানে খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেছিলেন। এতে চাপের মুখে পড়ে পিসিবি। প্রথমে ভেন্যু বদল, তারপর নিরাপত্তা শঙ্কা-সব মিলিয়ে আর টুর্নামেন্ট চালিয়ে নেওয়ার উপায় ছিল না।

রিশাদ হোসেন পিএসএলে ভালো শুরু করেছিলেন। তার পারফরম্যান্স নিয়ে প্রশংসাও হয়েছিল। নাহিদ রানা ছিলেন অভিষেকের অপেক্ষায়। কিন্তু মাঠের খেলায় ছন্দ পাওয়ার আগেই যুদ্ধের উত্তাপে থেমে গেল সব কিছু।

কবে আবার শুরু হবে পিএসএল, তা কেউ জানে না। তবে আপাতত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে সবচেয়ে বড় সুখবর-রিশাদ ও নাহিদ নিরাপদে বাড়ি ফিরছেন।

আমারবাংলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাহলে সৎ রাজনীতি আর সততার কী মূল্যায়ন: আইভী

গ্রেপ্তারের আগে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা...

কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার নীরব লক্ষণগুলো; বুঝবেন যেভাবে

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অত...

প্রকৃতি দেখতে চীনা যুবক বাংলাদেশে, অতঃপর বিয়ে

বিশ্ব এখন গ্রামের মতো- গ্রামের এক পাড়া অন্য পাড়ার সঙ্গে যেমন খেলাধুলা, বিয়ে এ...

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে উপদেষ্টা মাহফুজ আলমের ‘কয়েকটি কথা’

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্ট...

হুইজসেনকে নিয়ে রিয়াল মাদ্রিদের টানাটানি

জাবি আলনসোর রিয়াল মাদ্রিদের কোচ হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। আলনসোর চাওয়া...

ফেনীতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের দাবি

ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে চব্বিশের বন্যার পুনর্বাসন ও আসন্ন বর্ষা মৌসুমে...

আওয়ামী লীগ নি‌ষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না: ডা. সানী

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দু...

বিশ্ব শান্তি ও সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুরে মহানাম যজ্ঞ শুরু

বিশ্ব শান্তিকল্পে ও কলিযুগে সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুর সুইহারী ওঁ দয়ানন...

সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ...

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে "নাগরিক সংলাপ"

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চায়না-বাংলা ফ্রেন্ডশি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা