আন্তর্জাতিক

ফেডারেল কর্মীদের কাজের হিসাব চাইলেন মাস্ক, নইলে চাকরি নেই

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির ফেডারেল সরকারের কর্মচারীদের কাছে ই-মেইল পাঠিয়েছে। স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঠানো এই ই-মেইলে কর্মচারীদের আগের সপ্তাহের কাজের বিবরণ দিতে বলা হয়েছে।

সেটিও আবার দিতে হবে ৪৮ ঘণ্টা তথা আগামীকাল সোমবার রাতের মধ্যে। আর তা না হলে তাদের চাকরি হারানোর ঝুঁকির কথা বলা হয়েছে ই-মেইলে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ট্রাম্প প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বে রয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক।

শনিবার ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই এই ই-মেইল পাঠানো হয়। এতে বলা হয়, ইমেইলের অনুরোধে জবাব না দেওয়ার বিষয়টিকে কর্মচারীর পদত্যাগ হিসেবে দেখা হবে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া ওই পোস্টে মাস্ক বলেন, সব ফেডারেল কর্মচারী শিগগিরই একটি ই-মেইল পাবেন। এই ই-মেইলে তারা গত সপ্তাহে কী কাজ করেছেন, তা বোঝানোর জন্য অনুরোধ করা হবে। ই-মেইলে সাড়া দিতে ব্যর্থ হলে সেটাকে পদত্যাগ হিসেবে ধরে নেওয়া হবে।

ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় মাস্ক তার ওই পোস্টটি দেন। সেখানে তিনি মাস্ককে আরো আক্রমণাত্মক হওয়ার কথা বলেন। মূলত যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় হ্রাস করার লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগে (ডিওজিই) মাস্কের ভূমিকার ক্ষেত্রে একথা উল্লেখ করেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইলন একটি দুর্দান্ত কাজ করছেন, কিন্তু আমি তাকে আরো আক্রমণাত্মক হতে দেখতে চাই।’ ট্রাম্প আরো ইঙ্গিত দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রকে বাঁচানো দরকার এবং এই কারণে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে—যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরো বড় করা।’

রয়টার্স বলছে, ফেডারেল সংস্থাগুলোর কর্মচারীদের কাছে পাঠানো এই ই-মেইল দেখেছে তারা। ই-মেইলে গত সপ্তাহে কর্মক্ষেত্রে কর্মচারীরা ঠিক কী কী কাজ করেছেন, তার সারাংশ পাঁচটি ভাগে উল্লেখ করে দিতে বলা হয়েছে।

পাশাপাশি এই ই-মেইলের অনুলিপি কর্মচারীদের ব্যবস্থাপকদেরও দিতে বলা হয়েছে। আর এই ই-মেইলের জবাব দেওয়ার জন্য স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

মহান বিজয় দিবসে কোস্ট গার্ডের দুটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন দুটি জাহাজ জনসাধ...

যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে বিজয় দিবস উদ্‌যাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সব নৌ অঞ্চলে ম...

বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্...

ধোবাউড়ায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিকাল ২টায় ধোবাউড়া মোহাম্মদিয...

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কক্সবাজার জেলা প্রশাসন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা