সংগৃহীত
সারাদেশ

প্রশ্নপত্রে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক লেখায় হট্টগোল

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন শিক্ষকেরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা পরীক্ষা শেষে হট্টগোল শুরু করলে সুধারাম থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জিলা স্কুলে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে নোয়াখালী জিলা স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। রবিবার ছিল পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ের পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্রশ্নে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়। দুপুরে পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে ছাত্রদের মধ্যে। এ সময় অর্ধশতাধিক ছাত্র প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায়। শিক্ষার্থীরা তার কক্ষের সামনে জড়ো হয়ে হট্টগোল শুরু করে। একপর্যায়ে প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রশ্ন প্রণয়নকারী শিক্ষক আবুল হোসেন গাজীকে ডেকে পাঠান। তিনি ভুলক্রমে ওই প্রশ্ন করেছেন বলে প্রধান শিক্ষককে জানান।

মো. আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থী বলেন, স্বাধীনতার ঘোষক নিয়ে প্রশ্ন আসায় সবাই হট্টগোল শুরু করে। ৫০- এর অধিক শিক্ষার্থী বিষয়টি নিয়ে প্রধান শিক্ষককে জানালে তিনি প্রশ্ন প্রণয়নকারী শিক্ষককে ডাকেন। ওই স্যার ভুল হয়েছে বলে স্বীকার করেন। তারপর শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়।

প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, পঞ্চম শ্রেণির ইংরেজি বইয়ে বঙ্গবন্ধুকে নিয়ে একটি পাঠ (লেসন) রয়েছে। সেখান থেকে প্রশ্ন করতে গিয়ে শিক্ষক আবুল হোসেন গাজী স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করেছেন। এজন্য বিষয়টি নিয়ে অনেকে আমার দপ্তরে এসে প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমি সংশ্লিষ্ট শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করেছি। ওই শিক্ষক তার ভুল স্বীকার করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

প্রধান শিক্ষক আরো বলেন, বিদ্যালয়ের দুটি শিফটে অনেকগুলো প্রশ্ন করা হয়। সব প্রশ্ন তিনি ও দুই সহকারী প্রধান শিক্ষকের দেখার সুযোগ হয়ে ওঠে না। তা ছাড়া প্রশ্ন প্রণয়নের সময় শিক্ষকেরা এমনিতেই সতর্ক থাকেন। এরপরও ভুলটি হয়ে গেছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নোয়াখালী জিলা স্কুলের প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করায় কিছুটা হট্টগোল হয়েছিল। পরে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয় এবং শিক্ষার্থীরা তাদের বাসায় ফিরে যায়।

জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, আমাকে বিষয়টি বিদ্যালয়ের কেউ জানাননি। আমি লোক মারফতে জানতে পেরেছি। আগামীতে প্রশ্ন প্রণয়ন ও যাচাই-বাছাই এ সতর্ক হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্...

ধোবাউড়ায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিকাল ২টায় ধোবাউড়া মোহাম্মদিয...

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কক্সবাজার জেলা প্রশাসন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও...

মনোহরদীতে মহান বিজয় দিবস উদযাপন

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা