ভারতের পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুই শিশুসহ ৭ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন লাগোয়া পাথরপ্রতিমা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, প্রভাতী বণিক (৮০), সান্ত্বনা বণিক (২৮), অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (৬ মাস), অঙ্কিত বণিক (৬ মাস), অরবিন্দ বণিক (৬৫) ও অনুস্কা বণিক (৬)। এখনো ৪ জন নিখোঁজ আছেন। বিস্ফোরণের পর থেকে তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে গ্রামবাসীদের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। একটু পর একটি বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা। বাসন্তী পূজার জন্য বাড়িটির একটি ঘরে বেআইনিভাবে আতশবাজি তৈরি করা হচ্ছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই বিষয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, আতশবাজি তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটেছে। এতে পুরো বাড়িতে আগুন ধরে যায়। ৭ জনের মৃত্যু হয়েছে। ওই বাড়ির ভিতরে আরও কিছু মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বেআইনি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে পূর্ব মেদিনীপুরের খাদিকুলে বেআইনি আতশবাজির কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে একাধিক।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            