জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন গত ৯ জুন রবিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটে বিজয়ের হাসি হাসলেন নতুন তিন মুখ।
এদিন ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী জেলা যুবলীগের পদবঞ্চিত সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব। তিনি ৩২,৬২৭ ভোট পেয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দী আনারস মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির পেয়েছেন ২২,১৬৪ ভোট।
এ নির্বাচনে ২,৯৫,১৪৬ জন ভোটারের মধ্যে ৯৬,৪৫১ জন ভোটার তাদের ভোট প্রদান করে। এ প্রদত্ত ভোটের মধ্যে ২৮৭২ টি ভোট বাতিল হয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার জানান।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদার ১৮,৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগের নেতা চিন্ময় বণিক সুমন পেয়েছেন ১৭,৬০৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে প্রার্থী মোসা. কামরন নাহার শিমুল সর্বোচ্চ ৩৫,৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকের প্রার্থী মোসাঃ নাসিমা আক্তার পেয়েছেন ২৯,২২৩ ভোট।
পটুয়াখালী সদর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ৯৭ টি কেন্দ্রের ৭০৩ টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলায় মোট ২,৯৫,১৪৬ ভোটের মধ্যে শতকরা ৩২.৬৮ জন ভোটার ভোট দিয়েছে বলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার নিশ্চিত করেছেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            