সারাদেশ

নোয়াখালীতে মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু, স্বজনদের আহাজারি থামেনি

লক্ষ্মীপুর প্রতিনিধি

নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হওয়ার ঘটনায় এখনও থামেনি স্বজনদের কান্না আর গ্রামের মানুষের শোক। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস চালক পলাতক থাকায় দ্রুত তার গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন নিহতদের স্বজনরা।

সোমবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায় নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, কবরের সামনে লিপি আক্তার নামের এক নারী কাঁদতে কাঁদতে ছোট বোন ও ভাগনিকে ডাকছেন। আরেক দিক থেকে কান্নার শব্দ ছড়িয়ে পড়ছে চারদিক জুড়ে। স্বজনদের আহাজারি থামানো যাচ্ছে না।

বেঁচে ফেরা আব্দুর রহিম জানান, “দুর্ঘটনায় আমার স্ত্রী, শ্বাশুড়ি, তিন নাতনি ও দুই পুত্রবধূ পানিতে ডুবে মারা গেছে। চালক রাসেল ঘুমিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। সে আমাদের ডুবন্ত অবস্থায় ছেড়ে পালিয়ে গেছে। এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি।”

তিনি আরও বলেন, “আমার দুই ছেলে বিদেশ থেকে দেশে ফিরলে এই ঘটনায় মামলা করবো। চালককে ছাড় দেওয়া হবে না। দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে, প্রবাসী বাহার উদ্দিনকে ওমানে থেকে আনার জন্য মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পরিবার সদস্যরা মাইক্রোবাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে। গাড়ি ডুবে যাওয়ার সময় চালক নিজেই দরজা খুলে বেরিয়ে পালিয়ে যায়, অথচ গাড়ির মধ্যে আটকে থাকা পরিবারের অন্য সদস্যদের উদ্ধারে সহায়তা করেনি।

নিহতরা হলেন- বাহার উদ্দিনের স্ত্রী কবিতা আক্তার (২৪), মেয়ে মীম আক্তার (২), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া ইসলাম (৮), মা মোরশেদা বেগম (৫০), নানি ফয়জুন নেছা (৭০) ও ভাবি লাবনী আক্তার (২৫)। নিহত সবাই একই এলাকার বাসিন্দা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, “পরিবার মামলা করলে আমরা ব্যবস্থা নেব। চালক পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বুধবার বিকেলে নিহতদের জানাজার নামাজ শেষে ছয়জনকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। আর বৃদ্ধা ফয়জুন নেছার মরদেহ তার নিজ গ্রামে নেয়া হয়েছে।

স্থানীয়রা দ্রুত চালক গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং শোকাহত পরিবারকে দ্রুত ন্যায়বিচার দেওয়ার আশ্বাস দিয়েছেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এশিয়ার শীর্ষ সৃজনশীলদের তালিকায় দেবাশীষ দাস

বাংলাদেশের মোশন গ্রাফিক্স ও টেলিভিশন ব্র্যান্ডিং খাতের এক অসামান্য সৃষ্টিশীল...

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৭

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আ...

হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পা...

পানিতে ভেসে গেলেন ভারতের ১১ সেনা

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে টানা ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যায় একটি গোটা গ্রাম...

‘সবাই জানে আমার মান’

ইনজুরিকে আপন করেই ক্যারিয়ারের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমার...

মায়ের বন্দুকের গুলিতে বাবাকে খুন হতে দেখেছেন শার্লিজ

গতকাল বৃহস্পতিবার ছিল অস্কারজয়ী অভিনেত্রী শার্লিজ থেরনের ৫০তম জন্মবার্ষিকী। ত...

ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনি ‘পেলে’

ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড সুলেইমান আল–ওবেইদ ইসরায়েলি সামরিক ব...

ওয়াশরুমে কল ছেড়ে কান্নাও করেছি : তানিয়া বৃষ্টি

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। একাধারে তিনি মডেল ও অভিনেত্রী। দীর্ঘদিন...

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগোলো বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার হ...

১০ বছরের সাজা থেকে খালাস আলোচিত ঠিকাদার জিকে শামীম

অর্থপাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন আলোচিত ঠিকাদার ও সাবেক যু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা