গজারিয়ায় নির্মাণাধীন ভবন থেকে টিটু মিয়া (১৬) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জয়নাল সরকারের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক টিটু মিয়া হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণাধীন ভবনের মালিক সৌদি প্রবাসী জয়নাল সরকারের স্ত্রী বলেন, টিটুসহ কয়েকজন সাজু ঠিকাদারের অধীনে তাদের ভবন নির্মাণের কাজ করছিল। অন্য শ্রমিকদের রেখে টিটু আগে কাজে চলে আসে। সকাল সাড়ে আটটার দিকে নাস্তা দিতে গিয়ে টিটুকে ফ্যানের হুকের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় শ্রমিকরা। পরবর্তীতে তিনি বিষয়টি আশপাশের লোকজন এবং টিটু মিয়ার স্বজনদের জানান।
নিহত টিটু মিয়ার চাচাতো ভাই নির্মাণ শ্রমিক রাস মিয়া জানায়, প্রায় আড়াই মাস আগে টিটু সহ তারা কাজের উদ্দেশ্যে গজারিয়ার আড়ালিয়া গ্রামে আসেন। স্থানীয় রুবেলের দোকান ঘরে ভাড়া থেকে তারা ঠিকাদারের অধীনে কাজ করতেন।
মঙ্গলবার সকালে টিটু কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। সকাল সাড়ে আটটার সময় তিনি খবর পান নির্মাণাধীন ভবনে ফ্যানের হুকের সাথে টিটুর মরদেহ ঝুলছে। খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। পরে পুলিশে খবর দিলে গজারিয়া থানার পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, নিহত টিটু মিয়ার মুঠোফোনে কোন এক মেয়ের সাথে কথা বলতো। তার আত্মহত্যার পেছনে প্রেমঘটিত কোন ব্যাপার থাকতে পারে বলে জানান তিনি।
গজারিয়া থানার ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
আমার বাঙলা/এনবি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            