টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী স্পষ্টভাষী হিসেবেই বরাবর পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে অকপট মত প্রকাশ করলেন তিনি। জানালেন, কাজের মান ও সম্মান—এই দুই জায়গায় কোনো রকম আপস করতে রাজি নন অভিনেত্রী।
মিমির কথায়, সময়ের সঙ্গে তিনি অনেক বেশি কৌশলী হয়েছেন ঠিকই, কিন্তু সত্যি কথা মুখের ওপর বলার অভ্যাস এখনো বদলায়নি। তাঁর দাবি, কাজের প্রতি সম্পূর্ণ নিবেদন থাকলে পারিশ্রমিক নিয়ে ছাড় দেওয়ার কোনো কারণ নেই। সেই কারণেই অনেক সময় কাজের সুযোগ হাতছাড়া হয় বলেও অকপটে স্বীকার করেন তিনি।
অভিনেত্রী বলেন, “অনেকে আমাকে কাজে ডাকেন না, কারণ আমি পারিশ্রমিকের ক্ষেত্রে দরদাম করি না। আমি যদি শতভাগ দিই, তাহলে আমার প্রাপ্য নিয়েই কেন প্রশ্ন উঠবে?”
ক্যারিয়ারের শুরুর দিকের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মিমি। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’-র ‘পুপে’ চরিত্র আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। সেই সাফল্যের পর কেন আর তেমনভাবে টেলিভিশনে তাঁকে দেখা যায়নি—এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘পুপে’ ছিল একেবারেই ঋতুপর্ণ ঘোষের ভাবনার ফসল, সেই ম্যাজিক অন্য কারো পক্ষে তৈরি করা সম্ভব নয়।
তিনি আরও জানান, ক্যারিয়ারের একেবারে শুরুতেই এমন একটি আইকনিক চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে তিনি নিজের সৌভাগ্য হিসেবেই দেখেন।
ইন্ডাস্ট্রির বাস্তবতা প্রসঙ্গে মিমি বলেন, “আমি মেনে নিয়েছি, এই ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা বা বড় ভাই নেই, যাঁদের নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। তাই আমাকে ভেবে আলাদা করে গল্প লেখা হবে, এমনটা আশা করি না। যে কাজের অফার আসে, সেখান থেকেই নিজের পছন্দ অনুযায়ী বেছে নিই।”
স্পষ্ট বক্তব্য, আত্মসম্মান আর নিজের জায়গায় অনড় থাকার মানসিকতাই যে আজও মিমি চক্রবর্তীর পরিচয়—সেই কথাই যেন আবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী।
আমারবাঙলা/এসএবি