নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৫ আগস্ট) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এই নিন্দা জানান।
প্রেস সচিব লেখেন– মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ বা প্রতিবাদ গণতন্ত্রের মূলভিত্তি, যা যুক্তরাষ্ট্রের সংবিধানে সম্পূর্ণরূপে সুরক্ষিত। তবে এই অধিকারগুলো সবসময় দায়িত্ব ও শ্রদ্ধার সঙ্গে প্রয়োগ করতে হবে।
তিনি লেখেন– তাদের কর্মকাণ্ডেই প্রতিফলিত হয়েছে, কেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। কারণ, তারা জনগণকে বারবার আতঙ্কিত করেছে এবং ধ্বংসাত্মক আচরণ করেছে। একই ধরনের আচরণ তারা প্রকাশ্যে নিউইয়র্কেও করেছে।
শফিকুল আলম লেখেন– পরিষ্কারভাবে বলা দরকার, সহিংসতা কোনো প্রতিবাদ নয়। ভয় দেখানো মত প্রকাশের স্বাধীনতা নয়। বিশৃঙ্খলা গণতন্ত্র নয়। মর্যাদার সঙ্গে প্রতিবাদ করুন, শত্রুতার সঙ্গে নয়।
তিনি আরো বলেন– ভিন্ন মত প্রকাশের অধিকার পবিত্র। আপনাদের মনে করিয়ে দেই, এই অধিকার জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের রক্ত ও ত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে।
আমারবাঙলা/এফএইচ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            