রাজনীতি

দ্রুতই দেশে ফিরছেন তারেক রহমান, গুলশানের বাড়ি প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরবেন ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উঠবেন রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। তারেক রহমানের থাকার উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারের পর বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত।

গুলশানে এভিনিউয়ে দেড় বিঘায় ওপর নির্মিত ১৯৬ নম্বর বাড়িটি। বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল বাড়িটি। এত বছর বাড়িটি তাঁর নিয়ন্ত্রণে থাকলেও নামজারি ছিল না। অন্তর্বর্তী সরকার গত ৪ জুন বাড়িটির নামজারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেয়।

দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘বাড়িটা অনেক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সরকারের তরফ থেকে উপহার দেওয়া। এখন সেই বাড়িটার নামজারি করে কাগজপত্র বেগম জিয়ার হাতে পৌঁছে দেওয়া হয়েছে।’

বিএনপি নেতারা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়ার পর থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি নিচ্ছে দল।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দলীয় কার্যালয়ে তাঁর (তারেক রহমান) দপ্তর এবং তাঁর নিরাপত্তা নিশ্চিতে নানা আয়োজন এরইমধ্যে শুরু হয়ে গেছে। এবং সরকারের কাছেও এসব বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। তিনি দ্রুতই আমাদের মধ্যে ফিরে আসবেন।’

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই বাড়িটিতে একটি বিদেশ ফার্ম ভাড়ায় ছিল। মোটামুটি ৬ মাস আগে তারা ছেড়ে দিয়েছে। নিশ্চয় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারপরে কিন্তু এটা নতুন করে সংস্কার করা হয়েছে। এই বাড়িটি তারেক রহমানের জন্য যোগ্য বাসস্থান হবে বলে আমার মনে হয়।’

তিন বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে বাড়িটিতে। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করে গেছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষকদের সর্বাত্মক টানা কর্মবিরতি ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নকে কেন্দ্র করে ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষক...

রাজধানীতে ৩ বাসে অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকা...

মৌলভীবাজার পৌর বিএনপির দায়িত্বে কামাল

মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ দেশের বাইরে থাকায় তাঁর অনু...

বিষমিশ্রিত দানায় ৩৩৫ হাঁসের মৃত্যু, খামারির মাথায় হাত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিষমিশ্রিত ধান খেয়ে এক খামারির ৩৩৫টি হাঁস মারা গেছে...

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর: ফখরুল ইসলাম

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা...

ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষকদের সর্বাত্মক টানা কর্মবিরতি ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নকে কেন্দ্র করে ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষক...

নোয়াখালীতে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট জোরদার

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এ...

শেখ হাসিনা-কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও...

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৪

নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায়...

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের বাসায় প্রবেশ করে তাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা