সারাদেশ

দিনাজপুরের কৃষিজমি কমছে, হুমকিতে খাদ্য নিরাপত্তা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর, দেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত জেলা। এখানকার অধিকাংশ জমি দুই এবং তিন ফসলি, কিছু চার ফসলি জমিও রয়েছে। কৃষিভিত্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই জমিগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে আবাসন প্রকল্প, ইটভাটা এবং কলকারখানার কারণে। এতে ফসল উৎপাদন কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ছয় বছরে দিনাজপুরে কৃষিজমি কমেছে ৩,২৩২ হেক্টর। ২০১৬-১৭ অর্থবছরে জেলায় কৃষিজমির পরিমাণ ছিল ২ লাখ ৮১ হাজার ৪১ হেক্টর, যা ২০২১-২২ অর্থবছরে এসে দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার ৪১৭ হেক্টরে। জমি কমার এই ধারা চলতে থাকলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন আরও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

জেলার বিভিন্ন এলাকায় কৃষিজমিতে গড়ে উঠছে আবাসন প্রকল্প। রাজারামপুর, মাতাসাগর, বুনাপাথার, কাটাপাড়া, নয়নপুর, সুখসাগরসহ বিভিন্ন স্থানে কৃষিজমি ভরাট করে তৈরি করা হচ্ছে আবাসিক প্লট। মাত্র দুই বছর আগেও এসব জমিতে টমেটো, কলা এবং ধান চাষ হতো। বর্তমানে সেখানে দেখা যাচ্ছে দালানকোঠা। আবাসন প্রকল্পের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাচ্ছে, যা ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটাচ্ছে। আবাসন প্রকল্পের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, কৃষিশ্রমিক এবং বর্গাচাষিরা।

সদর উপজেলার খামারকান্তবাগ এলাকার কৃষক ভুপেন রায় বলেন, কৃষিজমি কমে যাওয়ায় চাষাবাদ বন্ধ হয়ে গেছে। জমি না থাকায় আমাদের আয়ের পথও বন্ধ হয়ে গেছে। দিনাজপুর পৌরসভার বুনাপাথার এলাকার শ্রী দীপক রায় বলেন, কৃষিকাজ না থাকায় আমাদের রোজগার কমে গেছে। একসময় আমরা হাল চাষ করতাম, চারা রোপণ করতাম। এখন কাজ নেই।

কৃষি সম্প্রসারণ অধিদফতর দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক মো. নুরুজ্জামান বলেন, কৃষিজমি রক্ষার জন্য কৃষি বিভাগের সরাসরি কোনো ক্ষমতা নেই। এটি প্রশাসনের বিষয়। আমরা মানুষকে সচেতন করার কাজ করি। তবে আবাদি জমি রক্ষা করা অত্যন্ত জরুরি। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মো. সোয়াইবুর রহমান বলেন, কৃষিজমিতে আবাসন প্রকল্প পরিবেশের ওপর বড় ধরনের বিরূপ প্রভাব ফেলছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। জমির শ্রেণি পরিবর্তন করার সময় পরিবেশগত প্রভাব বিবেচনায় নেওয়া উচিত।

স্থাপত্য বিশেষজ্ঞ এসএম নাঈম হোসাইন মিথুন বলেন, জমি ব্যবহারের জন্য নির্দিষ্ট আইন রয়েছে। তবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং ভূমি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ছাড়া কৃষিজমি রক্ষা সম্ভব নয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া জানান, কৃষিজমি রক্ষার জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে। দুই এবং তিন ফসলি জমিতে শিল্পায়ন, রাস্তাঘাট বা আবাসন প্রকল্প নির্মাণ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় কৃষিজমি রক্ষা নিশ্চিত করা হবে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দিনাজপুরের কৃষিজমি হারানোর ধারা বন্ধ না হলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। প্রশাসনের সক্রিয় উদ্যোগ, আইন প্রণয়ন এবং জনসচেতনতার মাধ্যমে কৃষিজমি রক্ষা করা জরুরি। তা না হলে, শস্যভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুর তার ঐতিহ্য হারাবে, যা হবে অত্যন্ত ক্ষতিকর।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

 ইউনিয়ন পরিষদে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

‎ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর...

রেগে গিয়ে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রনীতিকে ইঙ্গিত করে সাবেক প্রেসিডেন্ট...

 ইউনিয়ন পরিষদে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

‎ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর...

নারায়ণগঞ্জে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের দাতা সড়ক এলাকায় স্থানীয়দের উদ্যো...

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা