সংগৃহীত
বিনোদন

দাবানলের কারণে পেছাতে পারে গ্র্যামি অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে। বহু তারকার বাড়ি পুড়ছে আগুনে। এর মাঝেই আগামী ৩ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে হওয়ার কথা ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড। তবে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, দাবানলের কারণে এ অনুষ্ঠান পেছাতে পারে।

সংগীতের সবচেয়ে বড় এ পুরস্কার আসরে এ সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীদের উপস্থিত থাকার কথা। গ্র্যামি পেছানো নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বেশ কয়েকটি সূত্র দ্য হলিউড রিপোর্টারকে জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়ে গ্র্যামি হওয়ার সম্ভাবনা খুবই কম।

আরো অনুদান

দাবানলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য অনুদান ঘোষণা করেছে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট। এক বিবৃতিতে ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছে তারা। একই পরিমাণ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্যারিস হিলটনও।

বাড়ি ছাড়তে হয়েছে ডুয়াকেও

প্যাসিফিক প্যালিসেইডসে বহু তারকার বাড়িই পুড়ে ছারখার হয়ে গেছে। ডুয়া লিপাকেও নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ দাবানলের ভিডিও শেয়ার করে নিয়েছেন এই গায়িকা। ডুয়ার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ধূসর ধোঁয়ায় ঢেকে গেছে লস অ্যাঞ্জেলেসের আকাশ। গায়িকা লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সত্যিই বিধ্বংসী ও ভয়ংকর। এই দাবানলের জন্য যাদের নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হলো, তাদের কথা ভাবছি।’

এমন বিপর্যয়ে মানুষকে সাহায্য করার কথাও বলেছেন ডুয়া। লিখেছেন, ‘যারা অর্থ প্রদান করতে চান বা গৃহহারাদের আশ্রয় দিতে চান, তাদের জন্য কয়েকটি লিংক আমি ভাগ করে নিচ্ছি।’ অনুরাগীদের নিজের খবরও দিয়েছেন ডুয়া।

ব্রিটিশ এই পপ তারকা লিখেছেন, ‘আমি নিরাপদে আছি। নিজের ব্যবস্থা করে নিয়েছি। এই কঠিন সময়ে যারা লড়াই করছেন, তাদের জন্য ভালোবাসা। সবাই নিরাপদে থাকুন। পরস্পরের খেয়াল রাখুন।’ ২০২০ সালে বেভারলি হিলসে বিলাসবহুল বাড়ি কিনেছিলেন ডুয়া।

লোপেজের অনুষ্ঠান বাতিল

গত মাসেই মুক্তি পেয়েছে জেনিফার লোপেজের ‘আনস্টপেবল’। ছবিটির প্রচারণায় চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহে বেশ কয়েকটি অনুষ্ঠানে লোপেজের হাজির হওয়ার কথা ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। পিপল ডটকম জানিয়েছে, ছবির প্রচারের চেয়ে এখন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে চান লোপেজ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

বিশিষ্ট নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃত...

ঢাকায় পরপর ৩ দিন ৩ দলের সমাবেশ

বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনের সরকার...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

হিটলারের মৃত্যু কীভাবে হয়েছিল, নতুন তথ্য

এডলফ হিটলার সারাবিশ্বে পরিচিত নাম। তিনি ছিলেন স্বৈ...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন  ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা