ছবি: সংগৃহীত
শিক্ষা

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ইবিতে মশাল মিছিল

ইবি প্রতিনিধি

উত্তরবঙ্গের স্থায়ী বন্যা সমস্যার সমাধান ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মশাল হাতে শিক্ষার্থীরা মিছিল শুরু করে। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন— “জাগো বাহে কোনঠে সবাই”, “উত্তরবঙ্গের কান্না, আর না, আর না”, “ভারত যদি বন্ধু হও, ন্যায্য পানির হিস্যা দাও”, “তিস্তা পাড়ের সাথে, ইবিয়ানরা আছে”— এসব শ্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

সমাবেশে বক্তারা বলেন, উত্তরবঙ্গ বাংলাদেশের অন্যতম শস্যভান্ডার হলেও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তারা অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে বিগত সরকারগুলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর ইন্টেরিম সরকারের কাছ থেকে পরিবর্তনের প্রত্যাশা থাকলেও দেড় বছর পার হয়ে গেলেও প্রকল্পের কোনো অগ্রগতি দেখা যায়নি। শিক্ষার্থীরা নভেম্বরের মধ্যেই তিস্তা প্রকল্পের কাজ শুরু করার দাবি জানান।

ইবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, “প্রতিবছর উত্তরবঙ্গের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। এখনই পদক্ষেপ না নিলে এ অঞ্চলের মানুষ আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী বলেন, “আমরা প্রতিবছর ইবি থেকে বন্যার্তদের সহায়তা করতে যাই, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয় না। একমাত্র উপায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।”

একই সংগঠনের সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “তিস্তা আন্দোলন কোনো সাময়িক দাবি নয়, এটি উত্তরবঙ্গবাসীর বহু দশকের সংগ্রাম। ৪৫ বছর ধরে এই আন্দোলন চলছে। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল তিস্তা আন্দোলনের শহিদ আবু সাইদের রক্তের বিনিময়ে, অথচ এখনো সেই উত্তরবঙ্গই অবহেলিত।”

তিনি আরও বলেন, “ড. ইউনুস সরকার ক্ষমতায় এসে উত্তরবঙ্গের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। নভেম্বরের মধ্যে তিস্তা প্রকল্পের কাজ শুরু না হলে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিজিবির অভিযান, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে...

কুষ্টিয়ায় ১২২টি ট্রান্সফরমার চুরি, চরম ভোগান্তিতে কৃষকসহ সাধারণ মানুষ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রায় ১১টি ইউনিয়নে গত তিন বছরে ১২২টি বিদ্যুৎ ট্রা...

কুষ্টিয়ায় জনসভায় বক্তব্য দিতে গিয়ে জেলা আমিরের মৃত্যু

কুষ্টিয়ায় সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত জনস...

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলাম...

ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, রুমিন ফারহানার ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় আহত র‍্যাব কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে এক র‍্যাব কর্ম...

চট্টগ্রামের সলিমপুরে র‍্যাবের উপর হামলা, আহত ১, জিম্মি ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যা...

বাকলিয়ায় শীর্ষ সন্ত্রাসী ছোট বাদশাসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার বিশেষ অভিযানে পুলিশের তালিকাভ...

আনোয়ারায় ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন এলাকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর মাদকবিরোধী...

অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা