ছবি: সংগৃহীত
শিক্ষা

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু

আমার বাঙলা ডেস্ক

বেতন বৃদ্ধি ও পদোন্নতি–সংক্রান্ত দশম গ্রেডসহ তিন দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন। ফলে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকেরা একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।
পূর্বঘোষণা অনুযায়ী রবিবার (৯ নভেম্বর) সকাল থেকেই ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

এর আগের দিন শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ কর্মবিরতির ঘোষণা দেন।

শনিবার সকাল থেকে সহকারী শিক্ষকরা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুরের পর ‘কলম বিসর্জন’ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শাহবাগের দিকে পদযাত্রা করলে তারা পুলিশের বাধার মুখে পড়েন। ব্যারিকেড অতিক্রমের চেষ্টাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। শিক্ষক নেতাদের দাবি, এ ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন।

ঘটনাস্থলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করলে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি ও মেডিকেল কলেজের আশপাশে অবস্থান নেন। আহতদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজন শিক্ষক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়ার অভিযোগও উঠেছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক শামসুদ্দিন মাসুদ অভিযোগ করে বলেন, “বিনা উসকানিতে পুলিশ আমাদের ওপর হামলা করেছে। আলোচনা বহুবার হয়েছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। এবার প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরব না।”

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপিও বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান অব্যাহত থাকবে।”

শিক্ষকদের তিনটি প্রধান দাবি হলো—

১) সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন–ভাতা প্রদান

২) ১০ ও ১৬ বছর চাকরির পর উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা

৩) শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান

চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এই আন্দোলন পরিচালনা করছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গুনিয়ায় ডাঃ এটিএম রেজাউল করিমের ফ্রি চিকিৎসা সেবা

রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিমের উদ্যোগে...

বিপিএলে কোচ হিসেবে অভিষেক হচ্ছে ইমরুলের

বিপিএলের গত মৌসুমে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, এবার নতুন পরিচয়ে ফির...

বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সামরিক ঘাঁটি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলায় উদ্বে...

নোয়াখালীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ...

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক

তুরস্ক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে...

নির্বাচন বিলম্বের কোনো ইস্যু নেই: আসিফ নজরুল

জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হ...

বিবিসিকে ‘ভুয়া প্রোপাগান্ডা মেশিন’ বললেন ট্রাম্পের প্রেসসচিব

বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ এবং ‘প্রোপাগান্ডা মেশিন&r...

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু

বেতন বৃদ্ধি ও পদোন্নতি–সংক্রান্ত দশম গ্রেডসহ তিন দফা দাবিতে দেশের সব সর...

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, রদবদল প্রশাসনে

এবার মাঠ প্রশাসনে নজর দিচ্ছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুত...

রাঙ্গুনিয়ায় ডাঃ এটিএম রেজাউল করিমের ফ্রি চিকিৎসা সেবা

রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিমের উদ্যোগে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা