এই সময়ের নাটকের জনপ্রিয় অভিনেত্রী তটিনী। বিভিন্ন ধরনের নাটকে অভিনয় করে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করে চলেছেন।
এবার চরকি অরিজিনাল ফিল্মে দেখা যাবে‘তোমার জন্য মন’।পরিচালনা করেছেন শিহাব শাহীন। ওটিটি প্ল্যাটফরম চরকিতে আসছে এই গল্প।
বৃহস্পতিবার(৬নভেম্বর) ফিল্মটি মুক্তি পাবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে এসেছে সিনেমাটির মুক্তির ঘোষণা।
প্রকাশ পেয়েছে ফিল্মটির মোশন পোস্টার, ট্রেলার। এতে তটিনী জুটি বেঁধেছেন আরেক জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে। এই জুটির বহু নাটক এর আগে আলোচিত হয়েছে। এবার তারা আসছেন এই ফিল্মে।
ফিল্মটিতে পিউ চরিত্রে অভিনয় করেছেন তটিনী। অভিনেত্রী জানান, তিনি এই গল্পটি প্রথম শোনেন নির্মাতার অফিসে। সেই দিনের স্মৃতিচারণ করে তটিনী বলেন, গল্পটা অর্ধেকের মতো শোনার পর আমি যেমনটা ধারণা করেছিলাম, সে রকম তো হলোই না বরং এমন একটা কিছু হলো; যেটা অপ্রত্যাশিত। এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো কাজটি করার জন্য এবং আমি শিহাব ভাইকে সঙ্গে সঙ্গেই জানাই যে, আমি কাজটি করতে চাই। শুধু তাই না, শিহাব ভাইয়ের পরিচালনায় এটা আমার দ্বিতীয় কাজ হওয়ার কারণে আমি জানি তার সঙ্গে কাজ করাটাও একটা শিক্ষা।
আমারবাঙলা/এসএ