সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা তালায় জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বিকালে তালা শিল্পকলা একাডেমীতে ৩ দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রাজীব সরদার।
এ সময় উপস্থিত ছিলেন- তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামকাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ । এসময় উপজেলার সকল সরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমাপনীর পূর্বে মেলার স্টলগুলো ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এবি/ওশিন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            