আশ্রাফ উজ-জামান রুবেল: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪ টায় খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে খলিলনগর প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার, আতাউর রহমান, দপ্তর সম্পাদক হারুন উর রশীদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন,
তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরদার খোরশেদ আলম, সৈয়দ জুনায়েদ আকবর, সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মীর জাকির, সাংগঠনিক সম্পাদক ইকবল হোসেন, দপ্তর সম্পাদক মীর মহসিন, তালা উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি সরদার জাকির প্রমুখ।
সভায় আমন্ত্রিত অতিথিরা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এবং বিএনপি জামায়াতের চলমান নৈরাজ্য, আগুন সন্ত্রাস রুখে দেওয়াসহ আরও কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            