ক্রীড়া প্রতিবেদক: অধরা জয়ের লক্ষ্যে বিশ্বকাপের ৩য় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় আজ শুরু হবে ম্যাচটি।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ১ ম্যাচেও জয় পায়নি আফগানিস্তান। অন্যদিকে ইংল্যান্ডের অর্জন এক জয় এক পরাজয়। ইংল্যান্ডের জন্য সেমির মিশনে টিকে থাকতে এই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ।
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও মাঠে নামছেন না। অপরদিকে এক পরিবর্তন এসেছে আফগান একাদশে। নাজিবুল্লাহ জাদরানের বদলে দলে আনা হয়েছে ইকরাম আলিখিলকে।
ইংল্যান্ড একাদশ:
জনি বেয়ারস্টো, ডাওয়িড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম ক্যারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রাশিদ ও রিস টপলি।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রাশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজল হক ফারুকি।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            