বিনোদন

ছোট পোশাক পরতে রাজি না হওয়ায় নায়িকাকে হুমকি

বিনোদন ডেস্ক

পাঁচ দশক ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত ছিলেন ওয়াহিদা রেহমান। ষাট থেকে সত্তরের দশকে ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় সেই অভিনেত্রীকে নাকি এক পরিচালক হুমকি দিয়েছিলেন। কারণ, পরিচালকের প্রস্তাব মেনে স্বল্পদৈর্ঘ্যের পোশাক পরতে রাজি হননি তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৯৫৫ সালে ‘রোজুলু মারায়ি’ নামের তেলেগু ছবির হাত ধরে অভিনয় শুরু ওয়াহিদার। নির্মাতা গুরু দত্তের জন্য রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। পঞ্চাশের দশকে গুরু দত্তের পরিচালনায় ‘প্যাসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি অউর গুলাম’ ছবিতে অভিনয় করে বলিপাড়ায় পরিচিতি গড়ে তোলেন ওয়াহিদা। তবে ক্যারিয়ারের গোড়াতেই পরিচালকের রোষের মুখে পড়েছিলেন নায়িকা। এমনকি ওয়াহিদার ভবিষ্যৎ যে অন্ধকার হয়ে যেতে পারে, সেই ভয় দেখিয়ে তাকে হুমকিও দিয়েছিলেন পরিচালক।

১৯৫৮ সালে রাজ খোসলার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সোলওয়া সাল’ নামের হিন্দি একটি ছবি। সেই ছবিতে ওয়াহিদার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় দেব আনন্দকে। সেই সময় ইন্ডাস্ট্রিতে দেব আনন্দ নামকরা অভিনেতা। ওয়াহিদা তখন নবাগতা। শোনা যায়, ‘সোলওয়া সাল’ ছবির একটি দৃশ্যে ওয়াহিদাকে স্বল্পদৈর্ঘ্যের পোশাক পরার নির্দেশ দিয়েছিলেন ছবির পরিচালক রাজ। কিন্তু পরিচালকের সেই প্রস্তাবে নাকি রাজি হননি ওয়াহিদা।

ওয়াহিদা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ‘সোলওয়া সাল’ ছবিতে তার চরিত্র ছিল লাজুক স্বভাবের। চরিত্রের নামও ছিল লাজবন্তী। কিন্তু, পরিচালক ছবিতে এমন একটি দৃশ্য রেখেছিলেন, যেখানে জলে পড়ে গিয়ে লাজবন্তী ভিজে যায়। ভেজা পোশাক ছেড়ে ওয়াহিদাকে চিত্রনাট্যের প্রয়োজনে স্বল্পদৈর্ঘ্যের পোশাক পরার নির্দেশ দিয়েছিলেন রাজ।

পরিচালকের প্রস্তাব শুনে রাজি হননি ওয়াহিদা। স্বল্পদৈর্ঘ্যের পোশাক পরতে আপত্তি জানান তিনি। নায়িকার কথা শুনে খেপে গিয়েছিলেন রাজ। শুটিং বন্ধ করে সবাইকে বাড়ি চলে যেতে বলেছিলেন তিনি। ওয়াহিদা ও রাজের মতবিরোধ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেব আনন্দ। কিন্তু, প্রথমে কিছু বলেননি তিনি। পরিচালক নাকি প্রথমে ওয়াহিদাকে জানিয়েছিলেন যে, তিনি যে ধরনের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তা পরেই দৃশ্যে অভিনয় করতে পারেন।

ওয়াহিদা তার ইচ্ছেমতো সাদামাটা একটি পোশাক পরে সেটে গিয়েছিলেন। তা দেখে রেগে চিৎকার করতে শুরু করে দিয়েছিলেন রাজ। ওয়াহিদার উদ্দেশে রাজ বলেছিলেন, ‘তুমি সবেমাত্র দু-তিনটি ছবিতে অভিনয় করেছ, এখন থেকেই এত বায়না! এভাবে চলতে থাকলে তুমি কীভাবে কাজ পাও, তা দেখবো আমি।’ ওয়াহিদার প্রতি পরিচালককে ক্ষুব্ধ হতে দেখে মুখ খুলেছিলেন দেব আনন্দ। ক্রু সদস্যদের মধ্যে শুধু দেব আনন্দই নায়িকার ইচ্ছাকে সমর্থন করেছিলেন বলে জানিয়েছিলেন ওয়াহিদা।

দেব আনন্দ নাকি রাজকে গিয়ে বলেছিলেন, ‘ওয়াহিদা তো ঠিক কথাই বলছেন। তার চরিত্রের নাম লাজবন্তী। ও রকম লাজুক স্বভাবের মেয়ে কীভাবে এতো ছোট পোশাক পরতে পারে? চরিত্রের সঙ্গে তো এমন পোশাক খাপ খায় না।’ ওয়াহিদার ওপর চোটপাট করলেও দেব আনন্দের কথা শুনে চুপ করে গিয়েছিলেন রাজ। এমনকি অভিনেতার বিরুদ্ধে গিয়ে কোনো কথাও বলেননি তিনি। শেষ পর্যন্ত ওয়াহিদা তার মনের মতো পোশাক পরেই সেই নির্দিষ্ট দৃশ্যে অভিনয় করেছিলেন।

‘সোলওয়া সাল’ ছবিটি মুক্তির পর দর্শকমহলে প্রশংসা পায়। তারপর ‘গাইড’, ‘প্রেম পূজারি’, ‘কালা বাজার’ নামের একাধিক হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ওয়াহিদা ও দেব আনন্দকে। দেব আনন্দ প্রসঙ্গে ওয়াহিদা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দেব আনন্দ আমার পাশে দাঁড়িয়েছিলেন দেখে আমি খুব আশ্বস্ত বোধ করেছিলাম। সেই ঘটনার পর থেকে আমার মনে গেঁথে গিয়েছিল যে আমার জীবনের যাবতীয় সমস্যার সমাধান দেব আনন্দের কাছে রয়েছে। তাই কোনো সমস্যায় পড়লে তার কাছে যাওয়া যাবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

হাবিব আহম্মদ মোল্লা: নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১২...

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হ...

ফেসবুকে মালয়েশিয়ার স/ন্ত্রা/সী গোষ্ঠীর কার্যকলাপ প্রচারের দায়ে ১  বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড।

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: কুয়ালালামপুর হাইকোর্টে শুক্রবার (১২ ডিসেম্বর...

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি গুলিবিদ্ধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন গুল...

রাবিপ্রবিতে উচ্চশিক্ষার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট -সিজিডি'র উদ্যোগে রাঙ্গামাটি বিজ্...

বিজিবির তৎপরতা দেখে বিপুল ইয়াবা ফেলে পালাল যুবক

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার...

অপরাধীদের গ্রেপ্তারে সীমান্তবর্তী এলাকায় বিজিবি'র জোরদার নজরদারি

মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সর্বো...

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছ...

গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোর রুমে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দি...

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা