চট্টগ্রামে ছাত্র শিবিরের সভাপতির বাবাকে গুলি করে খুন !
বিস্তারিত : চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নুরুল ইসলাম (৫৫) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চৌধুরী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে নুরুল ইসলামকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তায় পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের পিঠের বাম দিকে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের ছেলে মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, যিনি বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। তিনি বলেন, “আমার বাবার শরীরে গুলির চিহ্ন আছে। অটোরিকশাতেও গুলির দাগ দেখা গেছে। আমরা অত্যন্ত মর্মাহত।”
ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরফান বলেন, “এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। নইলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।”

বড়হাতিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক বলেন, নুরুল ইসলাম একজন সহজ-সরল মানুষ ছিলেন। রাতের দিকে তিনি প্রায়ই যাত্রী নিয়ে গাড়ি চালাতেন। “এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও খুনিদের গ্রেপ্তারের দাবি জানাই,” বলেন তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল প্র বলেন, “গভীর রাতের কোনো একসময় নুরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তাঁর মরদেহ থানায় রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, ঘটনাটির রহস্য উদ্ঘাটন ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।”
আমার বাঙলা/এনইউএ/আরএ