জেলা প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসলে নেমে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১ জন।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে শহরের তবলছড়ি-আসামবস্তি সংযোগ সড়কের স্বর্ণটিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্ণব চৌধুরী (১৫) ও এডিশন সাহা (১৬)। আহত শিবম দাশ গুপ্ত (১৪) রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বলেন, তিন বন্ধু দুপুরে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। এমন সময় লাইফ জ্যাকেটের মতো কিছু একটা নিয়ে দুই বন্ধু ঘাট থেকে দূরে চলে যায়। পরে সেটি হাত থেকে সরে গেলে দুজনই পানি ডুবে যায়। আরেক বন্ধু সাহায্য করতে গেলে সেও ডুবে যায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন হ্রদ থেকে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিশা চাকমা বলেন, দুপুরে পানিতে ডুবে যাওয়া তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই অর্ণব চৌধুরী ও এডিশন সাহার মৃত্যু হয়।আহত শিবম দাশ গুপ্তকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমার বাংলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            