জনগণই বিএনপির রাজনৈতিক শক্তি, ক্ষমতা ও ভবিষ্যৎ রাজনীতির একমাত্র উৎস—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
রবিবার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে নিয়েই রাজনীতি করে, জনগণের স্বার্থ রক্ষার রাজনীতি করে। তাই জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্র।” তিনি ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণ করাই বিএনপির রাজনীতির অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের যেমন দাবি রয়েছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটি দাবি আছে—ধানের শীষকে বিজয়ী করা। আমরা ক্ষমতায় গেলে জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবো।”
দেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে ফিরে তিনি জনগণের কল্যাণে কিছু বাস্তবভিত্তিক কর্মসূচি প্রণয়ন করেছেন। এর মধ্যে অন্যতম হলো খেটে খাওয়া ও নিম্ন আয়ের নারী সমাজের জন্য ফ্যামিলি কার্ড চালু করা।
তিনি বলেন, “এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে গৃহিণীরা সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা পাবেন। পুরো মাসের জন্য যথেষ্ট না হলেও অন্তত চার সপ্তাহের মধ্যে এক সপ্তাহের দায়িত্ব রাষ্ট্র নেবে—এটাই আমাদের লক্ষ্য।”
নারীদের পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। এই কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
স্বাস্থ্যসেবার বিষয়ে তারেক রহমান বলেন, ফেনীতে একটি আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি যৌক্তিক। পাশাপাশি নারী ও শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে গ্রামে গ্রামে হেলথ কেয়ার সেবা চালু করা হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা পান।
বন্যা ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সারাদেশে পরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এতে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।
কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ইপিজেডের আদলে ফেনী অঞ্চলেও একটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। এতে স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের জন্য প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে, যাতে তারা বিদেশে ভালো বেতনের চাকরি পেতে পারেন। “এতে ব্যক্তি ও রাষ্ট্র—দুই পক্ষই উপকৃত হবে।
জনসভা শেষে তারেক রহমান বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণের অধিকার ও ভোটের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর।
আমারবাঙলা/এসএবি