জয়পুরহাট প্রতিনিধি
সারাদেশ

কোটি টাকা আত্মসাৎ করেছে ইসলামী ব্যাংকের ক্যাশিয়ার রানা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ক্যাশিয়ার মাসুদ রানা’র বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন ব্যক্তিগত ব্যাংক একাউন্ট থেকে এসব টাকা আত্মসাত করে নিজ গ্রামের বাড়িতে জমি ও পুকুর কিনেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন ক্যাশিয়ার মাসুদ রানা। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, রহমানিয়া ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম গত ২০১৮ সালে উপজেলা পরিষদের সামনে মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় অফিস ভাড়া নিয়ে ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার অধীনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেন। সেখানে মাসুদ রানাকে ক্যাশিয়ার পদে নিয়োগ করেন। তিনি গত ছয় মাস ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব থেকে কৌশলে কোটি টাকা আত্মসাত করে নিজ নামে জমি ও পুকুর কিনেছেন। অভিযুক্ত মাসুদ রানা এজেন্ট ব্যাংক হিসাব থেকে নেটওয়ার্কের সমস্যা দেখিয়ে বার বার গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার ইচ্ছা মতো অংক বসিয়ে টাকা হাতিয়ে নিতেন। ওই হিসাব গুলোতে কারিগরি ত্রুটি আছে জানিয়ে গ্রাহকের মোবাইল ফোনে ক্ষুদে বার্তাও (মেসেজ) পাঠাতেন না। গ্রাহকরা ক্ষুদে বার্তা না আসার কারণ জানতে চাইলে কারিগরি ত্রুটি আছে বলে তিনি জানান। পরে সে গ্রাহককে ভুয়া হিসাব বিবরণী (স্টেটমেন্ট) বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে তৈরি করে দিতেন।

আক্কেলপুর দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান জানায়, মাদ্রাসার আয় ব্যায়ের হিসাব করতে গিয়ে লক্ষ্য করেন এজেন্ট ব্যাংকের হিসাবের সাথে মাদ্রাসার লেনদেনের কোন মিল নেই। পরে জয়পুরহাট ইসলামী ব্যাংকের মূল শাখা থেকে হিসাব বিবরণী (স্টেটমেন্ট) তুললে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। পরে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ আক্কেলপুর এজেন্ট ব্যাংকে এসে ব্যালেন্স চেক করলে দেখেন একাউন্টে ৪০ লাখ টাকা থাকার কথা থাকলেও সেখানে মাত্র ২৯ হাজার টাকা রয়েছে। এজেন্ট ব্যাংক থেকে আগে যে হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দেওয়া হয়েছিল তাও ভুয়া বলে তিনি জানান। আক্কেলপুর দারুল কোরআন মাদ্রাসার সেক্রেটারী ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন বলেন, এই ব্যাংকে আমাদের মাদ্রাসার ৩৯ লাখ টাকা ছিল। গত রোববার বিকালে আমাদের মাদ্রাসার টাকা এজেন্ট ব্যাংক থেকে তুলতে আসলে দেখি একাউন্টে টাকা নেই। ক্যাশিয়ারের কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তরও দিতে পারেননি।

টাকাগুলো সে নিজের একাউন্টে ট্রান্সফার করে আত্মসাত করেছে বলে স্বীকারও করেন। বালিকা বিদ্যালয়ের নামে একাউন্ট থেকেও চার লাখ ৭০ হাজার টাকা তুলে নিয়েছে ক্যাশিয়ার মাসুদ রানা। হাইটেক পৌর কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আমার ব্যক্তিগত একাউন্টে পাঁচ লাখ টাকা ছিল। আজ টাকা তুলতে এসে জানতে পারি আমার একাউন্ট থেকেও টাকা সরিয়ে আত্মসাত করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত ক্যাশিয়ার মাসুদ রানা অভিযোগ স্বীকার করে বলেন, আমি গত ছয় মাস ধরে বিভিন্ন একাউন্ট থেকে কৌশলে টাকা আমার নিজ একাউন্টে নিয়ে আমার গ্রামের বাড়িতে জমি ও পুকুর কিনেছি। মনে করেছিলাম কাউকে না জানিয়ে ধীরে ধীরে টাকা গুলো পরিশোধ করে দেব। রহমানিয়া ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী ও এজেন্ট ব্যাংকের মালিক মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক টাকা আত্মসাত করেছে এমন খবর পেয়ে এসে দেখি গ্রাহকরা ব্যাংকে ভীর করছে। ব্যাংকের যা টাকা আত্মসাত করেছে তাকে সেগুলো গ্রাহককে ফেরত দিতে হবে। আমরা সেই ব্যবস্থা করবো।

ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে অভিযুক্ত ক্যাশিয়ার সহ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আক্কেলপুর শাখার বিভিন্ন গ্রাহকের একাউন্টে থেকে উত্তোলনের সময় ডিজিটাল প্রতারণার মাধ্যমে বেআইনি ভাবে ইলেকট্রনিক্স ট্রানজেকশনের মাধ্যমে টাকা আত্মসাত এর তথ্য পাওয়া গেছে। ক্যাশিয়ার মাসুদ রানার প্রায় এক কোটি টাকা নিজ একাউন্টে ট্রান্সফার করে আত্মসাৎ করার যথেষ্ট সাক্ষী প্রমান রয়েছে। সাইবার নিরাপত্তা আইনে গত সোমবার অত্র এজেন্ট ব্যাংকের মালিক মো. জাহিদুল ইসলাম (আঞ্জু), ব্যাংক ইনচার্জ রিওয়ানা ফারজানা সুমি ও ক্যাশিয়ার মাসুদ রানাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

হাবিব আহম্মদ মোল্লা: নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১২...

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হ...

ফেসবুকে মালয়েশিয়ার স/ন্ত্রা/সী গোষ্ঠীর কার্যকলাপ প্রচারের দায়ে ১  বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড।

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: কুয়ালালামপুর হাইকোর্টে শুক্রবার (১২ ডিসেম্বর...

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি গুলিবিদ্ধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন গুল...

রাবিপ্রবিতে উচ্চশিক্ষার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট -সিজিডি'র উদ্যোগে রাঙ্গামাটি বিজ্...

বিজিবির তৎপরতা দেখে বিপুল ইয়াবা ফেলে পালাল যুবক

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার...

অপরাধীদের গ্রেপ্তারে সীমান্তবর্তী এলাকায় বিজিবি'র জোরদার নজরদারি

মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সর্বো...

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছ...

গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোর রুমে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দি...

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা