বিনোদন

কেন মাদকাসক্তদের ভিডিও দেখতেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

‘আমি অনেক ভিডিও দেখেছি। এক ব্যক্তি আসক্তদের নিয়ে একটি সাক্ষাৎকারভিত্তিক সিরিজ করেন। সেখানে মাদকাসক্তরা যেসব অভিজ্ঞতা ভাগাভাগি করতেন, সেগুলো থেকে আমি প্রেরণা নিয়েছি।’ চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই বলছিলেন সিডনি সুইনি। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘ইকো ভ্যালি’ ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে ১৩ জুন। সাক্ষাৎকারে নিজের অভিনীত চরিত্রটির প্রস্তুতি নিয়ে কথা বলেছেন ২৭ বছর বয়সী মার্কিন অভিনেত্রী।

মাইকেল পিয়ার্সের সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমাটিকে ক্লেয়ার চরিত্রে অভিনয় করেছেন সিডনি সুইনি। গল্পের ক্লেয়ার এক উগ্র, হেরোইন-আসক্ত তরুণী, একের পর এক ভুল সিদ্ধান্তে ভয়ানক এক সংকটে জড়িয়ে পড়ে ক্লেয়ার। মাদকাসক্তি ও মানসিক ভাঙনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে একদিন রক্তাক্ত অবস্থায় তার মায়ের (জুলিয়ান মুর) প্রত্যন্ত খামারবাড়িতে হাজির হয় ক্লেয়ার। দম বন্ধ করা আবহে শুরু হয় মা-মেয়ের সম্পর্কের নতুন এক অধ্যায়। অতীতের গোপন সত্য উন্মোচিত হতে হতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারা।

‘ইউফোরিয়া’ অভিনেত্রীকে পর্দায় আবেদনময়ী হিসেবে দেখেই অভ্যস্ত দর্শক। সেখান থেকে এ রকম একটি চরিত্র তার জন্যও ছিল বড় চ্যালেঞ্জ। তবে সিডনি জানান, জুলিয়ান মুরের মতো অভিনেত্রীকে পাশে পাওয়ায় তার কাজটা অনেক সহজ হয়ে গেছে। সিডনির ভাষ্যে, ‘জুলিয়ান অসাধারণ একজন অভিনেত্রী। তার আবেগগত সান্নিধ্য খুব নিরাপদ মনে হয়। ফলে আমি গভীর আবেগের জায়গাগুলোয় খুব স্বচ্ছন্দে অভিনয় করে যেতে পেরেছি।’

ক্লেয়ার চরিত্রটিকে বলা যায়, কাঁচা আবেগ দিয়ে তৈরি। যখন-তখন সে ভেঙে পড়ে। আবার বাইরে থেকে খুবই কঠিন। এ ধরনের মানসিকতার ব্যক্তিরা ঠিক কেমন হয়, বোঝার জন্য ইউটিউবে বাস্তব মাদকাসক্তদের গল্প খুঁজেছেন সুইনি।
তবে অভিনেত্রী জানান, চরিত্রের প্রস্তুতি একেক সময় একেক রকম হয়। সব সময়ই পরিকল্পনা করে অভিনয় করেন না তিনি। হাসতে হাসতে বলেন, ‘অনেক সময় আমি কিছুই ঠিক করে রাখি না। এমনকি ভাবতেও চাই না। তখন নিজেকে নির্মাতার হাতে সঁপে দিই।’

সিনেমাটিতে অভিনয়কে নিজের ক্যারিয়ারের বড় ঘটনা হিসেবেই দেখছেন সিডনি। কারণটাও শোনালেন, ‘থ্রিলারের মোড়কে এটা আসলে পরিবারের গল্প। এ ধরনের গল্প নিয়ে এখন বেশি কাজ হয় না। এটা আমাকে পুরোনো দিনের চলচ্চিত্রগুলোর কথা মনে করিয়ে দেয়, যেখানে এক নারীকেন্দ্রিক গল্প থাকে-একজন সাধারণ নারী, যে অসাধারণ কিছু করে ফেলে। আমি কৃতজ্ঞ যে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি।’

সাবেক বক্সার ক্রিস্টি মার্টিনের জীবন অবলম্বনে নির্মিতব্য সিনেমার প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত সিডনি। অভিনেত্রী জানিয়েছেন, চরিত্রটির জন্য তাঁকে ৩০ পাউন্ড ওজন বাড়াতে হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাদ পড়ার কারণ চোট নয়, দাবি নেইমারের

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে...

টি-টোয়েন্টি থেকে অবসরে মিচেল স্টার্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচে...

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলকে নিষেধাজ্ঞা

ফিলিস্তিনকে চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্র হিসেবে স্বীকৃ...

বিচারকদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকবে : হাইকোর্ট

এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হা...

মসজিদে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম আটক

সিলেটের সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক ও মসজিদের ইমাম রহমত আল...

শিবিরের ‘বট আইডি’র শিকার হয়েছিলেন প্রার্থী জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী...

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তামিমকে নিয়ে যা বললেন বুলবুল

তিন মাস আগে বিসিবি সভাপতির মসনদে বসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তখনই জানিয়েছিল...

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক খুন

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সদিয়া (৩৫) নামের এক রিকশাচালক খ...

তিন বছর পর ফের জুটি হলেন তাহসান ও মিম

গানের ভুবনের মানুষ তাহসান খান। নিজেকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতেই বেশি স্ব...

ত্রিভুজ প্রেমের বলি নাটোর বিএমএ সভাপতি ডা. আমিরুল

নাটোরে একটি বেসরকারি হাসপাতাল থেকে বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) সা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা