কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সারাদেশ
জমি সংক্রান্ত বিরোধ

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মো. ইসমাইল পালোয়ান (৪৬) নামে এক যুবককে ফিল্মিস্টাইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

নিহত ইসমাইল উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকার মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে।

ওসি ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে এই জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং তা এখন পর্যন্ত চলমান।

তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয়রা নিহত ইসমাইল পালোয়ানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তবে নবীল হোসেন পালোয়ান নামে একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে নিহত ইসমাইল তার বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ানকে সাথে নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান।

সেখানে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত নিহতের চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান ও নবীল হোসেন পালোয়ানের বড় ছেলে সুফল হোসেন বাগবিতণ্ডায় ঝড়ায়। বাগবিতণ্ডায় একপর্যায়ে অতর্কিত হামলা চালায় । এ সময় অভিযুক্তদের আঘাতে নিহত ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গোলজার হোসেন পালোয়ান কালীগঞ্জ পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে আছেন। পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোমেন আকন্দ জানান, তিনি এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিশ করেছেন। কিন্তু কোন পক্ষই সমাধানে পৌছেনি। যদিও নিহত পরিবার জমিটির ব্যপারে উপজেলা ভূমি অফিসে মিস কেস করে। পরে ভূমি অফিস কাগজপত্র যাচাই বাছাই করে নিহতদের পক্ষে রায় দেন। এ বিষয়টি অভিযুক্ত পরিবার মেনে নিতে না পেরে তাদের উপর হামলা করে। ঘটনায় ইসমাইল প্রাণ হারায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার পরে রক্তাক্ত অবস্থায় ইসমাইল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আর...

গণভবনই থেকে এসেছিল হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত

জুলাই মাসে ঢাকায় সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিক...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌ...

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে কানাডা

ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা