সংগৃহীত
আন্তর্জাতিক

কানাডায় উৎসবে গাড়ি চালিয়ে হামলা: সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার ৮ অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার ভ্যাঙ্কুভার শহরে উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে ‘মানসিক রোগী’ বলে অভিহিত করেছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) এই তথ্য জানিয়েছে এএফপি।

পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে আরো কিছু অভিযোগ আনা হতে পারে।

ভ্যাঙ্কুভারের সড়কে ফিলিপাইনের নাগরিকদের লাপু লাপু উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়া হয়। এতে ১১ জন নিহত হন। এ ঘটনায় আটক সন্দেহভাজনের নাম কাই জি অ্যাডাম লো। তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা।

ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগ বলেছে, অ্যাডাম লোর বিরুদ্ধে হত্যার আটটি অভিযোগ আনা হয়েছে।

কাই জি অ্যাডামের বিরুদ্ধে যে হত্যার অভিযোগ আনা হয়েছে, তা সেকেন্ড ডিগ্রির। ফার্স্ট ডিগ্রির হত্যার অভিযোগের তুলনায় এটি কম গুরুতর হলেও পূর্বপরিকল্পনা ছাড়া হত্যাকাণ্ডের ক্ষেত্রে এ ধরনের অভিযোগ আনা হয়ে থাকে।

রবিবার কাই জি অ্যাডামকে আদালতে হাজির করা হয়েছিল। পরে আবার তাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। পুলিশ বলছে, কাই জি অ্যাডাম ইচ্ছাকৃতভাবে এ হামলা চালিয়েছেন। তার মানসিক সমস্যায় ভোগার ইতিহাস আছে।

শনিবার সন্ধ্যায় কানাডার পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যাঙ্কুভারে হওয়া ওই হামলার পেছনে উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ বলছে, এ ঘটনায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সম্পর্ক নেই।

কানাডায় সাধারণ নির্বাচনের আগে হওয়া এই গাড়ি হামলার ঘটনা পুরো দেশকে হতবাক করে দেয়। কানাডীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং দীর্ঘদিনের মিত্র ও বাণিজ্যিক অংশীদার কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার হুমকির মধ্যে এ নির্বাচন হচ্ছে।

পুলিশপ্রধান স্টিভ রাই বলেছেন, ৩০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি একটি কালো রঙের অডি এসইউভি চালাচ্ছিলেন। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি অতীতেও পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন এবং তিনি বেশ কয়েকবার মানসিক স্বাস্থ্য সেবাদাতাদের শরণাপন্ন হয়েছেন।

ঘটনার সময় কানাডায় বসবাসকারী ফিলিপাইনের নাগরিকেরা ভ্যাঙ্কুভারের সানসেট অন ফ্রেজার এলাকায় তাদের ঐতিহ্যবাহী লাপু লাপু উৎসবে অংশ নিয়েছিলেন। এসইউভিটি তখন ভিড়ের ভেতরে ঢুকে পড়ে এবং মানুষকে ধাক্কা দেয়।

স্ট্রিট ফেস্টিভ্যালটি ছিল ফিলিপিনো ঐতিহাসিক বীর দাতু লাপু লাপুর স্মরণে আয়োজিত একটি বার্ষিক উৎসব। লাপু-লাপু ১৫২১ সালে মাকতান যুদ্ধে স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলানকে পরাজিত করেন। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ ২০২৩ সালে ২৭ এপ্রিলকে আনুষ্ঠানিকভাবে লাপু-লাপু ডে হিসেবে স্বীকৃতি দেয়।

উৎসবের মূল অনুষ্ঠান শেষ হওয়ার পরপর যখন মানুষ রাস্তার পাশে খাবার ও সাংস্কৃতিক প্রদর্শনী উপভোগ করছিলেন, তখন একটি এসইউভি গাড়ি দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। চোখের পলকে উৎসবের আনন্দ বিষাদে পরিণত হয়।

এই ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, অনেক পরিবার তাদের ভাই, বোন, মা, বাবা, পুত্র ও কন্যা হারিয়েছেন। ওই পরিবারদের জন্য এখন সেটিই বাস্তবতা যা যেকোনো পরিবারের জন্য দুঃস্বপ্ন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

হাদীর ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমা...

অপরাধীদের গ্রেপ্তারে সীমান্তবর্তী এলাকায় বিজিবি'র জোরদার নজরদারি

মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সর্বো...

এনইউবিতে চীনা ভাষা ও সংস্কৃতি নিয়ে ‘চায়না আওয়ার’ অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে চীনা ভাষা ও স...

র‍্যাবের অভিযানে ৫৪ লিটার মদসহ গ্রেপ্তার ১

গোপন সূত্রের বরাতে র‍্যাবের কাছে খবর আসে একটি নির্দিষ্ট বাড়িতে মাদক ক্রয়-...

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযান

লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাট...

চমেক হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে নিহত ১

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মূল ভবনে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে...

চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় গর্ভের সন্তানের মৃত্...

রাঙ্গুনিয়ায় বিএনপি’র উঠান বৈঠক ও দোয়া মাহফিল

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ৯নং ওয়ার্ড খুরশেদতালু এলাকায় হুমাম কাদের চৌ...

শহীদ বুদ্ধিজীবী দিবসে কক্সবাজার প্রশাসনের আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা