কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে উলিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে এ দিবসটি পালিত হয়। দিবসের শুরুতে দলীয় ও জাতীয় পতকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লব সরকারের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আজিজুল ইসলাম মুকুল।
এতে বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, স ম আল মামুন সবুজ, পৌর মেয়র মামুন সরকার মিঠু, সুজা সরকার, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু, আসাদুল হক, প্রবীন রাজনীতিবিদ পার্থ সারথী সরকার, জামিলুর রশিদ স্বপনসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষে বঙ্গবন্ধু পরিবারের গত হওয়া ও বর্তমান স্বপরিবারের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            